More
    Homeখবরবামেরা বুকে হাত দিয়ে বলুন কোটায় চাকরি হয়নি,মন্তব্য উদয়ন পুত্র সায়ন্তনের

    বামেরা বুকে হাত দিয়ে বলুন কোটায় চাকরি হয়নি,মন্তব্য উদয়ন পুত্র সায়ন্তনের

    বামেরা বুকে হাত দিয়ে বলুন কোটায় চাকরি হয়নি,মন্তব্য উদয়ন পুত্র সায়ন্তনের। চাকরি নিয়ে যখন গোটা রাজ্যজুড়ে দুর্নীতির প্রশ্ন রেখা দিয়েছে ঠিক সেই সময় প্রয়াত বাবার বিরুদ্ধে চাকরি নিয়ে গতকাল শনিবার মন্ত্রী উদয়ন গুহ দুর্নীতির অভিযোগ তুলে ধরেন । উদয়ন গুহ সাংবাদিকদের বলেন, দলের স্বার্থে কমল গুহও দুর্নীতি করেছিলেন।

     

    নিজের বাবার বিরুদ্ধে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এমন মন্তব্যের পর মন্ত্রীপুত্র সায়ন্তন গুহ সামাজিক মাধ্যমে একাধিক কথা তুলে ধরেন।উদয়নের বক্তব্যের পর তারই পুত্র সায়ন্তন গুহ র ফেসবুক পোস্ট নতুন করে নানা প্রশ্ন উস্কে দিল। ইতিমধ্যে বিরোধী বিজেপি ও বামেদের পক্ষ থেকেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এহেন বক্তব্যকে তীব্র ভাষায় কটাক্ষ করা হয়েছে।

     

    এদিকে মন্ত্রী পুত্র সায়ন্তন সমাজ মাধ্যমে লিখিত পোষ্টের পাশাপাশি ভিডিও বক্তব্যে উল্লেখ করেন, সে সময় চাকরি কি শুধু কমল গুহর রিকমেন্ডেশনেই হয়েছে, চন্ডী পালের রিকমেন্ডেশনে হয়নি। উত্তরবঙ্গে অশোক ভট্টাচার্য, জিবেশ সরকার চাকরি দেননি। আমরা সবাই জানি যেটা সর্বজনবিদিত সুভাষ চক্রবর্তী যতজনকে চাকরি দিয়েছেন কেউ হয়তো এত জনকে এখনও চাকরি দিতে পারেনি। ইচ্ছে করে কমল গুহ’র নামটা উদয়ন গুহ কে জিজ্ঞেস করা হয়েছে।

    Duare Sarkar “আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প” , জেলাগুলিকে বিশেষ গাইডলাইন দিল নবান্ন।

    সেখানে উদয়ন গুহ বলেছে, যদি বেনিয়ম হয়ে থাকে, যদি অনিয়ম হয়ে থাকে চাকরির ক্ষেত্রে যেটা হয়েছে সেখানে আমার বাবা বামফ্রন্টের একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব হিসেবে সেই দায় কি ছেড়ে দিতে পারে। পারে না। এ ই বক্তব্য নিয়ে জল ঘোলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবাদমাধ্যমের একটি অংশ বাবার (পড়তে হবে উদয়ন গুহ) বক্তব্য নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। সায়ন্তন উল্লেখ করেন, বাবা উদয়ন গুহ যেটা বলার চেষ্টা করেছে সেটা অত্যন্ত পরিষ্কার। বামফ্রন্ট আমলে কোঠার সিস্টেমে চাকরি হত।

     

    বড় শরিক সিপিএম, মেজো শরিক ফরওয়ার্ড ব্লক সহ অন্যান্য শরিক দলগুলি তাদের কর্মীদের, ক্যাডারদের অগ্রাধিকার দিত। সে সময় অনেক পার্টির হোল টাইমার ও তাদের পরিবারের লোকেরা সরকারি বিভিন্ন পদে চাকরি পেয়েছে। এটা এক ধরনের বেনিয়ম হয়েছে।
    বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেন, “দিনহাটা পুরসভাতেও চাকরি নিয়ে নানা দুর্নীতি হয়েছে। ইডি ও সিপিআই এর উচিৎ উদয়নকে তুলে নিয়ে গিয়ে সব তদন্ত করা”।

     

    সিপিএম নেতা শুভ্রালোক দাস বলেন,” উদয়ন গুহর ক্ষমা চাওয়া উচিত। ইডি ও সিবিআই যতই তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল নেতারা ততই আবোল তাবোল বকছে। মন্ত্রী উদয়ন কার টিমে পিসি না ভাইপোর।” বামেরা বুকে

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments