More
    Homeঅনান্যবিভিন্ন দাবিতে সোমবার রাতে "ডাবগ্রাম-ফুলবাড়ি পিপলস ফোরাম" নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে...

    বিভিন্ন দাবিতে সোমবার রাতে “ডাবগ্রাম-ফুলবাড়ি পিপলস ফোরাম” নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

    Today Kolkata:- বিভিন্ন দাবিতে সোমবার রাতে “ডাবগ্রাম-ফুলবাড়ি পিপলস ফোরাম” নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির ওসির হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার পূর্বে ফাঁড়ির ওসি সুদীপ দত্তকে সংবর্ধনা জানান সংগঠনের সদস্যরা। পরবর্তীতে শিলিগুড়ি শহর সংলগ্ন ইষ্টার্ন বাইপাসে অবিরাম চলা ট্রাকগুলোর দৌরাত্ম্য হ্রাস করতে ট্রাফিক বিভাগকে সচেতন হতে এবং স্পীড লিমিট নির্ধারণ করে দেওয়ার দাবি সহ জুয়ার আসর বন্ধের এবং মদের ঠেকগুলি বন্ধ করার দাবি জানানো হয়। এই নিয়ে ওই অরাজনৈতিক সংগঠনের সদস্য অমিত ঝা বলেন, যুবসমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে বাঁচাতে এবং ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার বিভিন্ন সমস্যা মেটাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

    বিভিন্ন দাবিতে সোমবার রাতে “ডাবগ্রাম-ফুলবাড়ি পিপলস ফোরাম” নামে একটি অরাজনৈতিক সংগঠনের তরফে স্মারকলিপি তুলে দেওয়া হয়।

    “এলাকায় থাকতে গেলে করতে হবে তৃণমূল,” প্রস্তাব অস্বীকার করায় পরিবারের তিন সদস্যকে মারধর।

    MORE NEWS – চাঁদড়া এলাকায় পথ অবরোধ এবং প্রতিবাদ‌ কর্মসূচি পালন।

    গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের গ্ৰামীন পশ্চিম মন্ডলের সভাপতি সুজিত জানাকে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে এবং শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ বিজেপির। প্রসংগত গতকাল মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া (Chandra) এলাকায় তৃনমূলের শহীদ দিবস উপলক্ষে একটি মিছিল এর আয়োজন করা হয়েছিল। সেইসময় বিজেপির লোকেরা রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিল। তৎক্ষণাৎ কিছু তৃনমূলের সমর্থকদের সঙ্গে বিজেপির কর্মীদের বচসা শুরু হয় বিজেপি কর্মীবৃন্দ মার খায়। তার‌ই প্রতিবাদে চাঁদড়া এলাকায় পথ অবরোধ এবং প্রতিবাদ‌ কর্মসূচি পালন করা হয়। CONTINUE READING

    MORE NEWS – নদিয়ার হাঁসখালি তে কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় তদন্তে সিবিআই।

    নদিয়ার হাঁসখালি তে কিশোরীকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় তদন্তে সিবিআই মূল অভিযুক্ত চারজন ছাড়াও মোট নয়জনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে চার্জশিট পেশ করেছে। এরপরই সোমবার রানাঘাট আদালতে বিচারকের সামনে অভিযুক্তদের তোলা হয়। অভিযুক্তদের উকিল রাজা ব্যানার্জির দাবি, ‘ধর্ষিতা মহিলা যে অভিযোগ করেছিল সেই অভিযোগে পরিমল বিশ্বাস ও অশোক বিশ্বাসের নাম ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে সিবিআই এদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। যেহেতু চার্জশিট থেকে এদের নাম বাদ গেছে সেহেতু আদালত আজ বাদীকে ডেকে পাঠিয়েছিল তার বক্তব্য শোনার জন্য। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments