More
    Homeখবরবেহাল রাস্তা মেরামতির প্রতিবাদে রাস্তা অবরোধে গ্রামবাসীরা।

    বেহাল রাস্তা মেরামতির প্রতিবাদে রাস্তা অবরোধে গ্রামবাসীরা।

    পূর্ব বর্ধমান:- বেহাল রাস্তা প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আর তাই নিভুজি থেকে বাঘনাপাড়া স্টেশন রোড পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় এলাকাবাসীরা। পি ডব্লু ডি এর আধিকারিক এবং পঞ্চায়েত প্রধানের আশ্বাসে উঠল পথ অবরোধ। ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ। উলেখ্য নিভুজি থেকে বেলেডাঙ্গা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা এমনই মাঝেমধ্যেই খানাখন্দে ভরা। আর যার কারণেই প্রতিদিন উড়ছে ধুলো ঘটছে দুর্ঘটনা, বারংবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন স্থানীয় এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হন। পি ডাব্লু ডি এর আধিকারিক এবং হাটকালনা পঞ্চায়েতের প্রধান শুভ্র মজুমদার। পিডব্লুডি আধিকারিকরা আশ্বাস দেন অতি শীঘ্রই রাস্তা তৈরির জন্য সাংশন হবে আর তারপর শুরু হবে কাজ।

    এর পরই এদিন স্থানীয় পঞ্চায়েত প্রধান রাস্তায় ধুলো বন্ধের জন্য জল দেওয়ার আশ্বাসের পরই ওঠে পথ অবরোধ। পঞ্চায়েত প্রধান শুভ্র মজুমদার তিনি এদিন জানান, পি ডব্লু ডির আধিকারিকদের সাথে কথা হয়েছে, তারা রাস্তার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে। মূলত এই মুহূর্তে থেকে পঞ্চায়েতের তরফ থেকে রাস্তায় দেওয়া হবে জল ।

    বেহাল রাস্তা মেরামতির প্রতিবাদে রাস্তা অবরোধে গ্রামবাসীরা।

    MORE NEWS – সাতসকালে লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল এক রোজাদার মহিলার।

    মালদাঃ- সাতসকালে লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল এক রোজাদার মহিলার।মৃত মহিলার নাম মুঙ্গেস বিবি (৩৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্ৰামে।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল ৫ টা নাগাদ চাঁচলগামী ৮১ নং জাতীয় সড়কের বাইপাস রাস্তায় রাড়িয়াল গ্ৰামে। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতার স্বামী মহম্মদ সাহেব আলি জানান, রোজা রাখার জন্য ভোরের খাওয়া খেয়ে তার স্ত্রী বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এই সময় একটি হরিশ্চন্দ্রপুর গামী গম বোঝাই লরি পিছন থেকে এসে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়েন এবং লরিটি তার উপর দিয়ে চলে যায়। লরির চাকায় পিষ্ঠ হয়ে শরীর থেকে হাত-পা ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্ত্রীর। সাহেব আলি আরো জানান, সে একজন দিনমজুর। তার পাঁচ নাবালক সন্তান রয়েছেন।কিভাবে পাঁচ সন্তানকে বড় করে তুলবেন তা দুশ্চিন্তায় কপালে পড়েছে চিন্তার ভাঁজ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments