More
    Homeখবরমগরাহাটে জোড়া খুন,সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে...

    মগরাহাটে জোড়া খুন,সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে গলা কেটে খুন করা হয়েছে।

    Today Kolkata:- মগরাহাট ও অস্থির সীমান্তবর্তী এলাকা মগরাহাটের শেরপুর গ্রাম খুন হন দুই ব্যক্তি। তাদের মধ্যে একজন কর্মরত সিভিক পুলিশ কর্মী, তাদেরকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ওই দুই ব্যক্তির নাম বরুণ চক্রবর্তী ও মলয় মাখাল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, পুলিশ সূত্রে খবর টাকাপয়সা সংক্রান্ত নিয়েই খুন হলে হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। স্থানীয় সূত্রে জানা গেছে, যে বিল্ডিং ম্যাটেরিয়াল সেজন্য টাকা দিয়েছিল ওই মৃত দুই ব্যক্তি বিল্ডিং মেটারিয়ালস এর মালিক ছিলেন জানে আলম ওই জানে আলাম। টাকা ফেরত দেয়ার নাম করে ওই দুই ব্যক্তিকে দেখেন তারপরেই তাদেরকে গোডাউনে ডেকে প্রথমে গুলি করে। তারপরে মৃত্যু সুনিশ্চিত করতে চপার দিয়ে কুপিয়ে খুন করে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মগরাহাটে জোড়া,মগরাহাটে জোড়া

    মগরাহাটে জোড়া খুন,সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করে ও পরে গলা কেটে খুন করা হয়েছে।

    MORE NEWS – পরিযায়ী পাখি এবং সুন্দরবনকে রক্ষা করতে বৃক্ষ রোপণে মহিলারা।

    Today Kolkata:- দক্ষিণ ২৪ পরগনার জেলার গঙ্গাসাগর থেকে শুরু করে বাসন্তী ব্লকের মাতলা ও বিদ্যাধরী নদীর চরে ঝড়খালি সবুজ বাহিনীর প্রায় ৩৮৫ জন মহিলা সদস্যা ম্যানগ্রোভের চারা এবং বিদ্যানদীর বাঁধের পাড়ে কয়েক হাজার নারকেলের চারা, নোনা ঝাউ,ছাতিম গাছের চারা রোপণ করে নজির গড়ে তুলছে। বিশেষ করে সাগরে হুগলী নদীতে আসা পরিযায়ী পাখিদের রক্ষা করা এবং নদীর বাঁধ রক্ষা করাই মূল উদ্দেশ্য এই স্বনির্ভর দলের মহিলাদের। সুন্দরবনে প্রায় সময় নেমে আসছে প্রাকৃতিক দুর্যোগ।কখনও আয়লা, কখনও বুলবুল, আমফান,ইয়াসের মতন একের পর এক ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ছে সুন্দরবনের কুলে। ফলে কখনও কখনও নদীর বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়েছে সুন্দরবনের একের পর এক গ্রাম। CONTINUE READING

    ব্যবসায়ীদের বাটখারা নবীকরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠল জেলা মেট্রলজিক্যাল দপ্তরের অধীনস্থ ঠিকাদারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে।

    পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের খাজরা 2 নম্বর অঞ্চলের গিলাগেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে টিচার ইনচার্জ শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের টাকাসহ চাল চুরি চুরির অভিযোগ এনে অভিযোগ এনে বিক্ষোভ গ্রামবাসীদের।

    থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলের চিকিৎসার জন্য জমি বেচে ৮ লক্ষ টাকা জমা রেখে ছিলেন সমবায়ে। সমবায়ের গাফিলতির জন্য টাকা না পেয়ে প্রশাসনের দুয়ারে দুয়ারে চন্দ্রকোনার মিনা পাল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments