More
    Homeরাজ্যভিন রাজ্য থেকে থেকে শয়ে শয়ে লাশ ভেসে আসছে মালদার দিকে, নবান্নের...

    ভিন রাজ্য থেকে থেকে শয়ে শয়ে লাশ ভেসে আসছে মালদার দিকে, নবান্নের নির্দেশে কড়া নজরদারি গঙ্গায়

    উত্তরপ্রদেশ-বিহার থেকে ভেসে আসছে শয়ে শয়ে লাশ। করোনা অতিমারীতে চরম আতঙ্কে গঙ্গী তীরবর্তী এলাকাগুলি। সোশ্যাল মিডিয়ায় লাশ ভেসে আসার বীভত্‍স ছবি গত কয়েকদিন ধরে ভাইরাল। গঙ্গার নিম্নপ্রবাহের জেরে লাশগুলি ভেসে আসছে বাংলার দিকে। এই মর্মে বুধবার থেকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছে রাজ্য প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে পচা-গলা দেহগুলি কোভিডে মৃতের। যার জেরে করোনা বিধি মেনে লাশগুলির সত্‍কার করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন।

    মালদা জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দেহগুলি গঙ্গার স্রোতে বাংলার দিকে ভেসে আসার সম্ভাবনা রয়েছে। গঙ্গীর পাড়েও আটকে যেতে পারে। গঙ্গী তীরবর্তী মানিকচক ও কালিয়াচক ২ এবং ৩ নম্বর ব্লকের প্রশাসনিক আধিকারিকদের বিষয়টি নজরদারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মাঝিদেরও সতর্ক করা হয়েছে। তাঁরাও নদীর পাড়ে নজরদারি করবেন। ১২টি নৌকায় চেপে জেলা আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন। গ্রামবাসীদেরও সতর্ক করা হয়েছে, কোনও পরিত্যক্ত দেহ পড়ে থাকতে বা ভেসে যেতে দেখলেই স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার জন্য।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments