More
    Homeআন্তর্জাতিকতুরস্কে ফের বিপর্যয়, ভূমিকম্পর পর বন্যায় মৃত্যু ১০

    তুরস্কে ফের বিপর্যয়, ভূমিকম্পর পর বন্যায় মৃত্যু ১০

    Today Kolkata:-  তুরস্কে ফের বিপর্যয়। ভূমিকম্পর পর বন্যা। বিস্তীর্ণ এলাকা বন্যায় ভাসছে। প্রবল বর্ষণে বিপর্যস্ত তুরস্ক। তুরস্কের সানলুরফা প্রদেশে বন্যায় ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই তুরস্কের সানলুরফা প্রদেশে প্রবল বর্ষণ চলছে। বর্ষণের তীব্রতা এতটাই যে একেবারে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্যা এতটাই ভয়বহ যে ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ ঘরছাড়া। এখনও ৫ জন বাসিন্দা নিখোঁজ বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছেন তাঁরা।

     

    সানলুরফা থেকে শতাধিক মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েথে তুরস্কের সানলুরফার একাধিক এলাকা। শহরাঞ্চল থেকে গ্রাম সর্বত্র কেবল জল আর জল জল। রাস্তায রাবার বোট নিয়ে ঘোরাফেরা করছেন উদ্ধারকারীরা। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাঁদের ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। জল স্রোতের মত বইছে রাস্তা দিয়ে। ভাসিয়ে নিয়ে গিয়েছে বাড়ি ঘর, গাড়ি।

    Arpita Mukherjee “সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে” , বিচারকের সামনে কাতর আর্তি অর্পিতার।

    কোনটা রাস্তা কোনটা নদী আলাদা করে বোঝা যাচ্ছে না। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। তার উপরে বর্ষণ থামতে চাইছে না। গতমাসেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপেছে তুরস্ক। গুড়িয়ে গিয়েছে একাধিক বাড়ি ঘর। মৃতের সংখ্যা ৩০ থেকে ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে। শুধু তুরস্ক নয় সিরিয়াতেও হয়েছে এই ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের পরেও পরেও ৭০ থেকে ৮০টি আফটার শক হয়েছে তুরস্কে।

     

    প্রায় নিশ্চিহ্ন হয়ে ধুলোয় মিশে গিয়েছে একাধিক বহুতল। এখনও সেই ধ্বংস্তূপ সরানোর প্রক্রিয়া শেষ হয়নি। এখনও স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখানে বিশেষ কপ্টারে করে খাদ্য থেকে ওষুধ এমনকী চিকিৎসকের টিমও পাঠিয়েছে ভারত। পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠিয়েছে ভারত। তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ করেছে ভারতীয় সেনা। একাধিক আহত ব্যক্তিকে চিকিৎসা করেছে ভারতীয় চিকিৎসকরা। ভূমিকম্পর

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments