More
    Homeখবরমালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কিছুতেই মিটছে না।

    মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কিছুতেই মিটছে না।

    মালদা :-  মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কিছুতেই মিটছে না। লাগাতার মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্ত সংকট থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে জেলার থ্যালাসেমিয়া রোগী থেকে মুহূর্ত রোগীদের। আত্মীয়দের রক্তের যোগান দিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। শনিবার মাত্র এক ইউনিট রক্তের ওপর চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। যেখানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 70 ইউনিট রক্তের প্রয়োজন পরে। শনিবার সেখানে রক্তের যোগান পাত্র এক ইউনিট। সকাল থেকেই রোগীর আত্মীয়রা রক্তের জন্য ছোটাছুটি করতে দেখা গেল মেডিকেল চত্বরে। চাহিদার তুলনায় বর্তমানে মালদা জেলায় রক্ত যোগান নগণ্য। জেলায় সেভাবে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির। তারই প্রভাব পড়ছে মেডিকেলের ব্লাড ব্যাংকে।

    যদিও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের সংকট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মেডিকেলের কর্তা আধিকারীকেরা। জেলায় রক্তদান আন্দোলনের সাথে জড়িত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলছেন, আমরা সাধ্যমত চেষ্টা করছি জেলায় রক্তদান শিবির আয়োজন করার তবে বর্তমানের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন না বহু রক্তদাতা। যার যেই মেডিকেলের ব্লাড ব্যাংক এ রক্তের সমস্যা কিছুটা থেকেই যাচ্ছে।

    মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কিছুতেই মিটছে না।

    MORE NEWS – মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের রক্তের ভাঁড়ার শূণ্য।

    মালদাঃ- মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের রক্তের ভাঁড়ার শূণ্য। সংকটময় মুহূর্তে সামাজিক দায়বদ্ধতাই মানবতাকে সামনে রেখে হারাধন সাহার শুভ জন্মদিন উপলক্ষে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, শংকর স্মৃতি সংঘ প্রাঙ্গণে স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমান এ. সি. বাসে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেন। নতুন প্রজন্মের সভাপতি কোয়েল চৌধুরী সহ মোট ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে বক্তব্য রাখেন ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, উদীচীর সম্পাদক অঞ্জনা মণ্ডল, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি, সেন্ট জন অ্যাম্বুলেন্স সমাজকর্মী সুরজিৎ মন্ডল, শংকর স্মৃতি সংঘের সম্পাদক বাবলু ঘোষ, স্বপ্নছায়া আলোর দিশার সভাপতি মুন্না রায় প্রমূখ। CONTINUE READING

    অভিযুক্তের বিরুদ্ধে কোর্টের নির্দেশে হুলিয়া জারি করল সিবিআই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments