More
    Homeখবরমালদা শহরের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির বাসিন্দা আকাশ চক্রবর্তী বিবাহ বার্ষিকীতে...

    মালদা শহরের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির বাসিন্দা আকাশ চক্রবর্তী বিবাহ বার্ষিকীতে তিন বিঘা জমি কিনে স্ত্রীকে উপহার দিলেন।

    মালদা :-  মালদা শহরের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির বাসিন্দা আকাশ চক্রবর্তী বিবাহ বার্ষিকীতে তিন বিঘা জমি কিনে স্ত্রীকে উপহার দিলেন। আকাশ বাবু পেশায় ইংরেজবাজার পুরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত। দেরি না করে দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই তিনি স্ত্রী দেবযানীকে উপহার দিয়েছেন চাঁদের জমি। মুখের কথায় নয়, রীতিমতো গ্যাঁটের কড়ি খরচ করে। সেই জমির নথিপত্রও আজ তাঁর হাতে এসে পৌঁছেছে। এসব আগে কিছুই জানতেন না স্ত্রী। হঠাৎ করে চাঁদের জমির কাগজ হাতে পেয়ে চোখ কপালে তাঁর। আকাশ ইংরেজবাজার পুরসভার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। দু’বছর আগে বিয়ে হয় মালদা শহরেরই সুকান্ত মোড়ের দেবযানী চক্রবর্তীর সঙ্গে। প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে আরও অনেকের মতো উপহার দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় সেই দিনের অনেক আগে থেকেই তাঁর মাথায় পাক খেতে থাকে, এবার স্ত্রীকে অন্যরকম কিছু উপহার দিতে হবে। তার খোঁজ পেতে ইন্টারনেট ঘেঁটেই যাচ্ছিলেন তিনি। সেখানেই তাঁর নজরে পড়ে, নিউ ইয়র্কের একটি সংস্থা চাঁদে জমি বিক্রি করছে।

    বিষয়টি মনে ধরে তাঁর। যোগাযোগ করেন সেই সংস্থার সঙ্গে। অনেক আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত স্ত্রীকে উপহার দিতে চাঁদে এক একর জমি কিনেই ফেলেন তিনি। কড়কড়ে ৬৮ মার্কিন ডলার খরচ করে সেই জমি কিনেছেন তিনি। আকাশের কথায়, ‘অনেকেই তো প্রিয়জনকে অনেকরকম উপহার দেয়। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এবার না হয় অন্যরকম কিছু উপহার দিলাম! অবশ্য শুধু আমি নই, দেবযানীও আমাকে এই উপহার দিয়েছে। আমরা দু’জন পরষ্পরকে এই উপহার দিয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকীটা স্মরণীয় করে রাখলাম। আমি আগে ওকে কিছু বলিনি। আজ জমির কাগজপত্র এলে ওর হাতে তুলে দিয়েছি। বিশেষ এই দিনটা আমরা এভাবেই মনে রাখলাম।’

    মালদা শহরের ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির বাসিন্দা আকাশ চক্রবর্তী বিবাহ বার্ষিকীতে তিন বিঘা জমি কিনে স্ত্রীকে উপহার দিলেন।

    MORE NEWS – সরকারি ধান ক্রয় কেন্দ্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

    মালদাঃ- সরকারি ধান ক্রয় কেন্দ্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।বিহার থেকে কম দামে ধান কিনে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন সরকারি ধান ক্রয় কেন্দ্র গুলিতে বিক্রি চলছে অবাধে। এতে বঞ্চিত স্থানীয় কৃষকরা। চলছে দালাল রাজ। ধান না বিক্রী করেও চাষীদের মোবাইলে মেসেজ প্রযুক্তিগত সমস্যা বলে সাফাই বিধায়ক তজমুল হোসেনের। CONTINUE READING

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments