More
    Homeখবরএলাকার উন্নয়ন নিয়ে দির্ঘক্ষন জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বললেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি...

    এলাকার উন্নয়ন নিয়ে দির্ঘক্ষন জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বললেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা।

    Today Kolkata :- শনিবার রাতে আত্মিয় বাড়ির এক অনুষ্ঠানে এসে এলাকার উন্নয়ন নিয়ে দির্ঘক্ষন জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বললেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। এদিন রাতে তিনি ভরতপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান নীলিমা সাহার বাড়িতে এক অনুষ্ঠানে আসেন। পরে রবিবার সকালে গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শন করেন ও এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত, মন্ত্রী শিউলি সাহার স্বামী চিকিৎসক সাক্ষি গোপাল সাহার দিদির বিয়ে হয় ভরতপুরে। এদিন তিনি ও মন্ত্রী শিউলি সাহা তাঁদের নাতির এক বিয়ের বর্ষপুর্তি অনুষ্ঠানে আসেন। কিন্তু মন্ত্রীর আসার খবর পেতেই সেখানে এলাকার জনপ্রতিনিধিদের অনেকে হাজির হন। তাঁরা সৌজন্যমূলক সাক্ষাতকার করেন মন্ত্রীর সঙ্গে। সাক্ষাতকারের সময় জনপ্রতিনিধিরা মন্ত্রীর কাছে এলাকার বিভিন্ন উন্নয়নের দাবি করেন। সেখানে ভরতপুর পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার উন্নয়নের জন্য সাত দফা দাবি সম্বলিত একটি আবেদনপত্র তুলে দেওয়া হয়।

    এলাকার উন্নয়ন নিয়ে দির্ঘক্ষন জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বললেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা।

    MORE NEWS – আনিশের বাড়িতে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। পরিবারকে দিলেন পাশে থাকার আশ্বাস।

    Today Kolkata:- আনিশের হত্যাকাণ্ডের পর থেকে সারদাপল্লীর খাঁ পাড়াতে একের পর এক নামি দামি লোকেরা এসেই যাচ্ছেন। আজকে দুপুরে আনিশের বাড়িতে ভারতের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চোধুরী। তিনি আনিশের বাবা সালেম খান ও দাদা বশির খানের সঙ্গে কথা বলেন। তাদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। আগেই আসতেন তবে লোকসভা ও পৌরসভার নির্বাচনের কারণে আসতে দেরি হলো বলেই জানালেন অধীর। শাসক দলের থেকে অনেক হুমকি ও ভীতি প্রদর্শনের কথাও সালেম খান জানান তাকে। পাশাপাশি আনিশের বাবা সালেম খাব সিবিআই তদন্তের মাধ্যমে তার ছেলের হত্যা রহস্যের দাবি অধীরকে। তিনি আনিশের পরিবারের খোঁজ খবর নেন। সালেম খানের শরীর সম্বন্ধেও জিজ্ঞাসা করেন। অধীর চৌধুরীর আজকে আনিশের বাড়িতে আসা রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। পাশাপাশি তিনি পরিবারের লোকেদের সঙ্গে নিয়ে যেখান থেকে আনিশকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল সেখানেও যান। তারা ঘটনাটি বোঝার চেষ্টা করেন। CONTINUE READING

    রানীগঞ্জ পৌর এলাকার 2 পড়ুয়া ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে পড়ার পর এবার ভারত সরকারের প্রচেষ্টায় বাড়ি ফিরতে পারল।

    প্রথাগত তালিমের দাবী জানালেন কোয়াক ডাক্তারেরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments