More
    Homeসিনে দুনিয়ামা হলে অভিনেত্রী বিপাশা , ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বঙ্গতনয়া।

    মা হলে অভিনেত্রী বিপাশা , ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বঙ্গতনয়া।

    Today Kolkata:- আলিয়া ভাটের পর এবার মা হলেন বিপাশা বসু। শোনা গিয়েছে, শনিবার সকালে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মেয়ের জন্মে আপ্লুত বাবা করণ সিং গ্রোভার। গত রবিবার আলিয়া ও রণবীরের মেয়ের জন্ম হয়। তার এক সপ্তাহের মধ্যেই বিপাশা ও করণের মেয়ের জন্ম হল। গত আগস্ট মাসে বিপাশা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন।

    মডেল হিসেবে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। বিয়ের পাঁচ বছর পর তাঁদের প্রথম সন্তানের জন্ম হল।

    কয়েকদিন আগে তো স্বামী করণ সিং গ্রোভারকে পাশে নিয়ে দ্বিতীয়বার বেবি শাওয়ারের অনুষ্ঠানও করেছেন ৪৩ বছরের অভিনেত্রী। এত অনুষ্ঠানের মাঝেও বেশ চিন্তিত ছিলেন বিপাশা। সেকথা এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, “প্রেগন্যান্সির প্রথম ক’টা মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীরখারাপ লাগত। হয় আমি বিছানায় থাকতাম না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে আসতে আসতে সময় যত গেল এটা কমতে থাকল।” অবশ্য এসবই এখন অতীত। এখন ফুটফুটে সন্তানের মা বিপাশা। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

    মা হলে অভিনেত্রী বিপাশা , ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বঙ্গতনয়া।

    MORE NEWS – বিচারকের আসনে এবার তৃতীয় লিঙ্গের প্রতিনিধি , ইতিহাস গড়ল চুঁচুড়া মহকুমা আদালত।

    ২০২২ সালের শেষ তথা চতুর্থ লোক আদালতে শনিবার বিচারকের আসনে দেখা গেল সমাজকর্মী তথা তৃতীয় লিঙ্গের অত্রি করকে। হুগলির ত্রিবেণীর বাসিন্দা অত্রি। ত্রিবেণীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিনি। এবার তাঁকেই দেখা গেল বিচারকের আসনে। শনিবার চুঁচুড়া মহকুমা আইনি পরিষেবা সমিতির আয়োজনে চুঁচুড়া আদালতে চতুর্থ ন্যাশনাল লোক আদালত বসে। শনিবার পাঁচটি বেঞ্চে চার হাজার মামলা নিষ্পত্তির জন্য ওঠে। তিন বিচারকের সমন্বয়ে এক-একটি বেঞ্চ গঠিত হয়। এর মধ্যে প্রথম বেঞ্চে সমাজকর্মী অত্রি কর বিচারকের ভূমিকা পালন করেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments