More
    Homeখবরমেদিনীপুর ও ঘাটাল জেলার নেতৃত্বদেরকে নিয়ে জেলা পরিষদ হলে বৈঠক ডাকেন দলের...

    মেদিনীপুর ও ঘাটাল জেলার নেতৃত্বদেরকে নিয়ে জেলা পরিষদ হলে বৈঠক ডাকেন দলের চেয়ারম্যান অজিত মাইতি।

    Today Kolkata:- আজ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার তৃনমূলের দুটি সাংগঠনিক জেলা মেদিনীপুর ও ঘাটাল জেলার নেতৃত্বদেরকে নিয়ে জেলা পরিষদ হলে বৈঠক ডাকেন দলের চেয়ারম্যান অজিত মাইতি। মেদিনীপুর জেলা পরিষদ হলে দলের দুই সাংগঠনিক জেলার প্রস্তুতিসভায় মানসবাবু বলেছেন, নেতাকর্মীরা সবাই দলবেঁধে ট্রেনে যাওয়ার জন্য তৈরি হোন। সবাইকে অনুরোধ করব ভিড় এড়াতে ভোরের ট্রেনগুলি ধরুন। অপর মন্ত্রী হুমায়ুন কবীরকে মানসবাবুর পরামর্শ ব্লক কমিটির মাধ্যমে বালিচক, শ্যামচক, রাধামোহনপুর প্রভৃতি স্টেশনগুলিতে দলের তরফে ক্যাম্প করা হোক। ট্রেনকে বেশী বেশী করে ব্যবহার করার নির্দেশও দিয়েছেন তিনি। সামনের বছর পঞ্চায়েত ভোট। মানসবাবু ও হুমায়ুনবাবু ছাড়াও হাজির ছিলেন জেলা থেকে নির্বাচিত মন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, বিক্রম প্রধান, উত্তরা সিংহ প্রমুখ। হাজির ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরাও। ব্লকস্তর থেকে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিরাও হাজির ছিলেন। অজিতবাবু বলেছেন, এবার একুশে জুলাই রেকর্ড সংখ্যক মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন।

    মেদিনীপুর ও ঘাটাল জেলার নেতৃত্বদেরকে নিয়ে জেলা পরিষদ হলে বৈঠক ডাকেন দলের চেয়ারম্যান অজিত মাইতি।

    “ভিক্ষা নয় শিক্ষা চাই” এই অঙ্গীকারকে সামনে রেখে গড়বেতাতে কচিকাঁচাদের নিয়ে প্রশিক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠনের।

    স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছে টাকা চাইতে গিয়ে ছেলের বেধারক মারে গুরুতর আহত বাবা ও বোন।

    ভ্রাম্যমাণ ট্যাবলো নিয়ে শহিদ দিবসে যোগদানে আহ্বান জানালেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যরা।

    Dharmatola Cholo আগামী ২১ সে জুলাই শহীদ দিবস উপলক্ষে “ধর্মতলা চলো” অভিযান।

    MORE NEWS – নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যবসায়ী সালাউদ্দিন আনসারী।

    ভাটপাড়া পৌরসভার (Bhatpara Municipality) 12 নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মহল এলাকায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ বছর ৩৫ এর ব্যবসায়ী সালাউদ্দিন আনসারী। আজ আজ সকালে সালাউদ্দিনের বাড়ির বাড়ির ঠিক তো দিবেই পঙ্কজ এর বাড়ি। সেখানে পঙ্কজ কয়েক জনের সাথে কথা বলছিলাম সে সময় সালাউদ্দিনকে ডেকে আনা হয় পঙ্কজ এর বাড়িতে। দীর্ঘক্ষণ কথা বলেন তারা একসাথে চাও খান সালাউদ্দিন ও পঙ্কজ। এরপর হঠাৎ করেই সালাউদ্দিন এর উপর চরম হয় পঙ্কজ ও তার দলবল। মারধর করা হয় সালাউদ্দিন সে সময় সালাউদ্দিন পাড়াতে গিয়ে পড়ে যায় রাস্তায় তখনই সালাউদ্দিনকে লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় পঙ্কজ ও তার দলবল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments