More
    Homeঅনান্যস্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছে টাকা চাইতে গিয়ে ছেলের বেধারক মারে গুরুতর...

    স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছে টাকা চাইতে গিয়ে ছেলের বেধারক মারে গুরুতর আহত বাবা ও বোন।

    Today Kolkata:- স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছে টাকা চাইতে গেলে বাবা ও বোনকে বেধড়ক মারধর ছেলের। ছেলের শাস্তি চেয়ে থানার দারস্থ আক্রান্ত বাবা ও মেয়ে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার বাগআঁচড়া কুলে সাহাপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা, মধুসূদন মল্লিকের অভিযোগ, শনিবার সকাল ১০ টা নাগাদ স্ত্রীর অসুস্থতার কারণে তারা একমাত্র ছেলের কাছে চিকিৎসার জন্য টাকা চাইতে গিয়েছিলেন। টাকা চাওয়া মাত্রই রুখে দাঁড়াই ছেলে, এরপর তার সাথে অভদ্র ব্যবহার করে। বাবা মধুসূদন দত্ত প্রতিবাদ করলে আচমকায় ছেলে বেধারক মারধর শুরু করে, মেয়ে ঠেকাতে গেলে মেয়েকেও বেধড়ক মারধর করে ছেলে। বেধড়ক মারধর করায় দুজনেরই শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত হয়। এই ঘটনায় শনিবার শান্তিপুর থানার দারস্ত হয় আক্রান্ত বাবা ও মেয়ে, এছাড়াও অভিযুক্ত ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বাবা মধুসূদন মল্লিক। যদিও অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

    স্ত্রীর চিকিৎসার জন্য ছেলের কাছে টাকা চাইতে গিয়ে ছেলের বেধারক মারে গুরুতর আহত বাবা ও বোন।

    Paschim Medinipur Zilla Parisad রাজ্যে স্থানাধিকারী ২৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

    MORE NEWS – সমাজ সেবী অজয় মিস্ত্রি গ্রামের মানুষদের জন্য দৃষ্টান্তমূলক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

    সমাজসেবিক অজয় মিস্ত্রি ১৯৮৯ সালে মানুষের সেবায় নিয়োজিত হন এবং প্রত্যেক সময়ই দুস্থ মানুষদের পাশে তিনি থাকেন। বিশেষ করে করনাকালে প্রত্যন্ত গ্রামের মানুষ যেখানে চিকিৎসা পায়নি সেখানে গিয়ে চিকিৎসা করছিলেন। যদিও পরিকাঠামো গত অভাবের জন্য সিদ্ধান্ত নেন বেশ কয়েকটি গ্রাম যেমন বাঁকুড়া, পুরুলিয়া ,ঝাড়গ্রাম , বালাসর এর আদিবাসী দের জন্য তিনি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন। এবং সেই মতো হিউমিনিটি ট্রাস্ট এর কর্ণধার অজয় মিস্ত্রি আজ ডক্টরস ডে (Doctor day) উপলক্ষে হিউম্যানিটি আরোগ্য, CONTINUE READING

    MORE NEWS – চিকিৎসক দিবস উপলক্ষে বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন।

    চিকিৎসক দিবস (Doctor Day) উপলক্ষে শুক্রবার বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন বিড়ার এম আর হাসপাতালের কর্ণধার ডঃ জাহিদুল সরকার, বারাসত পুরসভার স্বাস্থ্য ও শিক্ষা স্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলার ডাঃ বিবর্তন সাহা, বারাসত হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল সহ বেশ কয়েকজন চিকিৎসক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments