More
    Homeঅনান্যBhatpara Municipality নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যবসায়ী সালাউদ্দিন আনসারী।

    Bhatpara Municipality নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যবসায়ী সালাউদ্দিন আনসারী।

    Today Kolkata:- ভাটপাড়া পৌরসভার (Bhatpara Municipality) 12 নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মহল এলাকায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ বছর ৩৫ এর ব্যবসায়ী সালাউদ্দিন আনসারী। আজ আজ সকালে সালাউদ্দিনের বাড়ির বাড়ির ঠিক তো দিবেই পঙ্কজ এর বাড়ি। সেখানে পঙ্কজ কয়েক জনের সাথে কথা বলছিলাম সে সময় সালাউদ্দিনকে ডেকে আনা হয় পঙ্কজ এর বাড়িতে। দীর্ঘক্ষণ কথা বলেন তারা একসাথে চাও খান সালাউদ্দিন ও পঙ্কজ। এরপর হঠাৎ করেই সালাউদ্দিন এর উপর চরম হয় পঙ্কজ ও তার দলবল। মারধর করা হয় সালাউদ্দিন সে সময় সালাউদ্দিন পাড়াতে গিয়ে পড়ে যায় রাস্তায় তখনই সালাউদ্দিনকে লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় পঙ্কজ ও তার দলবল। দুটি গুলি লাগে পঙ্কজ এর শরীরে রক্তাক্ত হয় রাস্তা। গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

    পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া ও জগতল থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে পুলিশ কর্তারা অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে কি কারনে এই খুনের ঘটনা তা এখনো স্পষ্ট নয়। ঘটনা আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানালেন শান্ত ভাটপাড়া পুনরায় কি কারণে অশান্ত করার চেষ্টা করা হয়েছে তা তারা বুঝতে পারছেন না আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম খুনের ঘটনার সম্পর্কে জানালে সালাউদ্দিন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। এলাকায় যথেষ্ট প্রভাব ছিল তার তবে কি কারনে দুষ্কৃতীরা তাকে খুন করল তার সত্য উদঘাটন করবে পুলিশ। ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন ভাগবাটোয়ারা নিয়েই গন্ডগোলের জেরে এই ঘটনা।

    Bhatpara Municipality নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যবসায়ী সালাউদ্দিন আনসারী।

    MORE NEWS – বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় রথযাত্রার দিন।

    করোনা আবহে গত দুবছর সেভাবে মানুষ দুর্গাপুজোয় পুজো প্যান্ডেল দর্শন করতে পারেনি। এবছর এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মানুষ আবার বেরোবে। এমনটাই আশা বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি বলে পরিচিত ৪-এর পল্লী দুর্গাপুজো কমিটির কর্মকর্তা রাহুল নাগের। ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments