More
    Homeঅনান্যAwas yojana gramin বিতর্কে আবাস যোজনা তদন্তে কেন্দ্রের ২ প্রতিনিধি দল।

    Awas yojana gramin বিতর্কে আবাস যোজনা তদন্তে কেন্দ্রের ২ প্রতিনিধি দল।

    নন্দীগ্রাম:- পিএম আবাস যোজনা কে বাংলা আবাস যোজনা (Awas yojana gramin) বলে চালাচ্ছে রাজ্য, এমন অভিযোগ ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এ তদন্তে আসলো কেন্দ্রের ২ জনের একটি প্রতিনিধি দল। আবাস যোজনায় যে বাড়িগুলি তারা পরিদর্শন করলেন বেশির ভাগ বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লেখা থাকলেও সেটা মাত্র ৩-৪ দিন আগে বোর্ড লাগানো হয়েছে, আবার দেখা যাচ্ছে ২০১৯ এ তৈরি বাড়িতে মাত্র ১৫ দিন আগে বোর্ড লাগানো হয়েছে।ভেকুতিয়া ১ নম্বর অঞ্চলের একটি বাড়িতে বাংলা আবাস যোজনার নাম লেখা রয়েছে। এই সমস্তই খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলটি।

    Awas yojana gramin বিতর্কে আবাস যোজনা তদন্তে কেন্দ্রের ২ প্রতিনিধি দল।

    MORE NEWS – ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি রামনীতলা একটি বাড়িতে।

    ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি (Howrah Bali) রামনীতলা একটি বাড়িতে সন্ধ্যেবেলা গ্যাস লিক করে গ্যাস কোম্পানির ডিলারের লোকেরা গ্যাস্টটিকে ছাদে তুলে দিয়ে চলে যায় তারপরে ছড়ায় আতঙ্ক অবশেষে দমকলে খবর দেয়া হয়। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে লীগ হওয়া গ্যাস সিলিন্ডারটা, CONTINUE READING

    MORE NEWS – তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী।

    তমলুকের (Ratha yatra Tamluk) গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে এসে রথযাত্রার রীতিনীতি মেনেই জগন্নাথ দেব রাজপথে বেরানোর পূর্বে ঝাড়ু দিয়ে মার্জন করেন তাঁর পথ। এর পাশাপাশি আরতি দেখিয়ে নারকেল ফাটিয়ে রথের শুভ উদ্বোধন করেন।তিনি এদিন বলেন এখানে সনাতনীদের ব্যাপক উৎসাহ এই রথযাত্রাকে কেন্দ্র করে। CONTINUE READING

    MORE NEWS – চিকিৎসক দিবস উপলক্ষে বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন।

    চিকিৎসক দিবস (Doctor Day) উপলক্ষে শুক্রবার বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন বিড়ার এম আর হাসপাতালের কর্ণধার ডঃ জাহিদুল সরকার, বারাসত পুরসভার স্বাস্থ্য ও শিক্ষা স্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলার ডাঃ বিবর্তন সাহা, বারাসত হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল সহ বেশ কয়েকজন চিকিৎসক। এদিন ডঃ জাহিদুল সরকার জানান চিকিৎসা পরিষেবা নিয়েই সারা বছর মানুষের সেবা চালিয়ে যাচ্ছেন তাঁরা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments