More
    Homeরাজ্যরাজ্যের মানুষ যে কোনও প্রান্তে পাবেন রেশন, আগামী অগস্ট মাসের মধ্যে হবে...

    রাজ্যের মানুষ যে কোনও প্রান্তে পাবেন রেশন, আগামী অগস্ট মাসের মধ্যে হবে আধার সংযুক্তিকরণ

    রাজ্যের মানুষ যে কোনও জায়গা থেকে যাতে রেশন নিতে পারেন, সেজন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার।খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, আগামী অগস্ট মাসের মধ্যে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা হবে।করোনা আবহে সাধারণ মানুষ যাতে রেশনের সামগ্রী ঠিকভাবে পান, সেকথা মাথায় রেখেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।খাদ্যমন্ত্রী জানিয়েছেন, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ হয়ে গেলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা সম্ভব হবে।পাশাপাশি কারা কারা ভর্তুকি যুক্ত রেশন পাবেন, সেবিষয়ে সিদ্ধান্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রেশন প্রাপকদের মাপকাঠিও পরিবর্তন করা হবে।কারা এখন ভর্তুকি যুক্ত রেশন পেতে পারেন, সেব্যাপারে সিদ্ধান্ত নেবে এই কমিটি।করোনা পরিস্থিতিতে অনেকেরই রোজগার বন্ধ।এই সংকটজনক পরিস্থিতিতে তাঁরা যাতে রেশনের জিনিসপত্র ঠিকভাবে পেতে পারেন, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার।সেই কারণে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে, যারা খতিয়ে দেখবে কারা রেশন পেতে পারেন আর কারা নয়।এছাড়াও রাজ্য সরকারের এখন গ্রাহকদের সুবিধার জন্য ই-রেশন কার্ড ব্যবস্থাও চালু করা হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments