More
    Homeপশ্চিমবঙ্গরাজ্যের ৩ জেলায় 'কনটেনমেন্ট জোন', জারি বিধিনিষেধ

    রাজ্যের ৩ জেলায় ‘কনটেনমেন্ট জোন’, জারি বিধিনিষেধ

    দুর্গাপুজোর পর আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে তিনটি জেলায় কনটেনমেন্ট জোনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। জলপাইগুড়িতে কয়েকটি এলাকায় কনটেনমেন্ট জোনের বিধিনিষেধ কার্যকর করেছে জেলা প্রশাসন।

    রাজ্যের ৩ জেলায় ‘কনটেনমেন্ট জোন’, জারি বিধিনিষেধ

    Read More-সকাল-রাতে শীতের আমেজ, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

    হাওড়া

    হাওড়ার ১৪ টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে নিয়ম গত শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ছ’টা থেকে কার্যকর করা হয়েছে।

    উত্তর ২৪ পরগনা

    রাজ্যের মধ্যে কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনায় আপাতত সর্বাধিক মাইক্রো কনটেনমেন্ট জোন আছে। ৫১ টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।

    জলপাইগুড়ি

    জলপাইগুড়িতে আবার কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় আছে ন’টি এলাকা। জেলা প্রশাসনের তরফে রবিবার (২৪ অক্টোবর) সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক সংক্রমণের হার। কলকাতায় সংক্রমিত হয়েছেন ২২৯ জন। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা ১৪২। অর্থাৎ বর্তমানে জেলাভিত্তিক সংক্রমণের শীর্ষে আছে কলকাতা।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments