More
    Homeরাজ্যরাজ্যে বেডের সমস্যা মেটাতে এ বার সল্টলেক স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল রূপে গড়ে...

    রাজ্যে বেডের সমস্যা মেটাতে এ বার সল্টলেক স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল রূপে গড়ে তুলছে রাজ্য সরকার

    রাজ্যে বেডের সমস্যা মেটাতে এ বার সল্টলেক স্টেডিয়ামকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তুলছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে সেখানে ২০০-রও বেশি শয্যা থাকবে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে এই কাজে সহযোগিতা করবে আমরি হাসপাতাল। রাজ্য জুড়ে বেডের সমস্যা মেটাতেই এই উদ্যোগ।

    রাজ্যে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়ছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে শয্যা পাওয়া যাচ্ছে না। বেডের অভাবে মৃত্যু হচ্ছে অনেক রোগীর। সেই সমস্যা সমাধানের জন্যই সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে কোভিড হাসপাতাল রূপে তৈরি করেছে রাজ্য সরকার। আপাতত এখানে ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে জেনারেল বেড করা হয়েছে ২১০টি। তবে এখানে থাকছে না কোনও ইন্টেভসিভ কেয়ার ইউনিট।

    করোনা চিকিত্‍সার পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে টিকাকরণ কর্মসূচি হবে বলেও জানা গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে ওই কাজে সহায়তা করবে আমরি হাসপাতাল। আমরি হাসপাতালের তরফে জানানো হয়েছে, সল্টলেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিত্‍সার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন অক্সিজেনের সুবিধা থাকলেও, জরুরি পরিষেবা আপাতত মিলবে না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments