More
    Homeজাতীয়রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, 'Black Day' পালন চিকিত্‍সকদের

    রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, ‘Black Day’ পালন চিকিত্‍সকদের

    করোনা অতিমারি আবহে ১ জুন ‘Black Day’ পালনের ডাক দিলেন চিকিত্‍সকরা। রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি চিকিত্‍সা সম্পর্কিত মন্তব্য নিয়ে ক্ষুব্ধ চিকিত্‍সকরা। টিকাকরণের বিরুদ্ধে মানুষের মধ্যে অশান্তি তৈরি এবং স্বাস্থ্যসেবা ও সেবামূলক কর্মীদের হয়রানির জন্য রামদেবকে মহামারি আইন, ১৮৯৭- এর অধীনে আটক করার দাবি জানিয়েছে নয়াদিল্লির এইমস-এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (RDA)।

    RDA তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই অতিমারির সময়ে মাতৃভূমিকে বাঁচানোর জন্য কঠোর প্রচেষ্টা চলছে। সকলে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। সেখানে তথ্য-প্রমাণ ছাড়া আধুনিক চিকিত্‍সা বিজ্ঞানের বিরুদ্ধে রামদেবের মন্তব্য নিন্দনীয়। সকলের কাজকেই ব্যর্থ হিসেবে তুলে ধরা হচ্ছে।

    রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফের রামদেবের অ্যালোপ্যাথি চিকিত্‍সা সম্পর্কিত মন্তব্যকে অসংবেদনশীল এবং অপমানজনক মনে করা হয়েছে। এই অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, এই মন্তব্য স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে হিংসা প্ররোচিত করতে পারে এবং ভবিষ্যতে জনস্বাস্থ্য ব্যবস্থার পুরোপুরি ব্যর্থতার কারণ হতে পারে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments