More
    Homeপশ্চিমবঙ্গইয়াসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে স্বপ্নসাথী ফাউন্ডেশন এর নিত্যপ্রয়োজনীয় খাবার সরবরাহ

    ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে স্বপ্নসাথী ফাউন্ডেশন এর নিত্যপ্রয়োজনীয় খাবার সরবরাহ

    ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে স্বপ্নসাথী ফাউন্ডেশন এর খাবার সরবরাহ ..
    একদল উদ্যমি শিক্ষিত বাংগালী তরুনদের সম্মিলিত চেষ্টায় ২০১৭ সালে স্বপ্নসাথী ফাউন্ডেশন এর যাত্রা শুরু হয় । কোনধরনের ডোনেশন বা সরকারী সহযোগীতা ছাড়া অসহায় মানুষদের সহযোগীতা শুরু হয় …কারো খাদ্য , কারো বস্র , কারো বাসস্থান কিংবা কারো চিকিৎসা…বিশেষ করে মেধাবী গরীব শিক্ষাত্রীদের সহযোগীতা করার জন্যই শিক্ষক সৌরভরা এই ফাউন্ডেশন এর নামে কাজ শুরু করেন । গত বছর আমপানে অসংখ্য অসহায় পরিবারের পাশে দাডিয়ে প্রশংসার ঝুলি অর্জন করেন। আর সেই প্রশংসাকে আরো বিস্তৃত করতে স্বপ্নসাথী ফাউন্ডেশন পার্ক স্ট্রীটে অফিস নিয়ে সরকারী নথিভুক্ত হোন এন জিও হিসেবে । এখানে সৌরভ এর মতো শিক্ষক যেমন আছেন তেমনি রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা থেকে সাংবাদিক ও এন আর আই পর্যন্ত । শুধু বাংলায় নয় পুরো ভারতবর্ষে গরীব ও অসহায়দের জন্য কাজ করতে চাই স্বপ্ন সাথী ফাউন্ডেশন । তারই ধারাবাহিকতায় ২৯ মে অশোক নগরে সাইক্লোনে ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারকে নগদ টাকা, পোশাক ও শুকনো খাবার সরবরাহ করা হয় । আর আজ বশিরহাট সংলগ্ন হিংগলগন্জে ইয়াসের তান্ডবে প্লাবিত প্রায় ৫০০ পরিবারকে চাল,ঢাল,তেল,পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সব খাবার সরবরাহ করা হয় …উপস্থিত থেকে খাদ্য সরবরাহ করেন। স্বপ্নসাথী ফাউন্ডেশন এর সৌরভ দাস, বাশারুল মুন্না , অর্নব ,তনময় দেবজোতি সহ ডি এসপি রথিন বিশ্বাস। আগামী সপ্তাহে ইয়াস তান্ডবে বিদ্বস্থ মৌসুনী আইল্যান্ডে নিত্যপ্রয়োজনীয় খাবার পরিবেশন করা হবে ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments