More
    Homeখবররিয়েল এস্টেটের বাজারে বিপুল সাফল্য যোগীর রাজ্যে

    রিয়েল এস্টেটের বাজারে বিপুল সাফল্য যোগীর রাজ্যে

    বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র হয়ে উঠেছে উত্তর প্রদেশ। যোগীর শাসনকালে উত্তর প্রদেশে রিয়েল এসটেটে ব্যবসায় বিপুল সাফল্য এসেছে। এনএইচবি রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। মহামারী পরিস্থিতি কাটিয়ে যোগী রাজ্যে নতুন করে রিয়েল এস্টেট ব্যবসা সাফল্য পেয়েছে জানা গিয়েছে। অর্থাৎ রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ আসছে। বলছে NHB-র ডেটা উত্তর প্রদেশের রিয়েল এস্টেট ব্যবসা ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। করোনার কারণে মাঝা ধাক্কা খেেয়ছিল সেই ব্যবসা। কিন্তু করোনা ধাক্কা কাটিয়ে উঠতেই এখন পরিস্থিতি অমনেকটাই স্বাভাবিক হয়েছে। ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে যোগীর রাজ্যের রিয়েল এস্টেট ব্যবসা। ২০২২ সালের ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক যে তথ্য দিয়েছে তাতে দেখা গিয়েছে উত্তর প্রদেশের একাধিক জায়গায় রিয়েল এস্টেটের ব্যবসায় জোয়াড় এসেছে।

    আরও পড়ুন – Pakistan আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তানের ত্রাতা কি ভারত ? প্রতিবেশী দেশের দিকে সাহায্যের হাত নরেন্দ্র মোদীর ?

    উত্তর প্রদেশের নয়ডা,গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, মিরট, লখনউ, কানপুর শহরে রিয়েল এস্টেটের ব্যবসা বেশি সাফল্য পেয়েছে। পরিসংখ্যানে দেখা গিয়েছে যে গৃহঋণ নেওয়ার সংখ্যা বেড়েছে একাধিক ব্যাঙ্কে। সেই সঙ্গে রিয়েল এস্টেটের দামও বেড়েছে স্কোয়ারফুট প্রতি। তাতেই আন্দাজ করা যাচ্ছে যে উত্তর প্রদেশের একাধিক শহরে বেড়েছে । তার থেকেই আরও স্পষ্ট যে রিয়েল এস্টেটের ব্যবসা বেড়েছে উত্তর প্রদেশে। চন্ডিতলায় অবৈধ গরু পাচার আটকালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল উত্তর প্রদেশের ৬টি শহরে রিয়েল এস্টেট ব্যবসা ফুলে ফেঁপে উঠছে বলে জানিয়েছে সেই রিপোর্ট। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে নয়ডায় রিয়েল এস্টেট ব্যবসা ১৪.২ শতাংশ বেড়েছে। অন্যদিকে লখনউয়ে ৯.২ শতাংশ বেড়েছে রিয়েল অস্টেটের ব্যবসা।

     

    সেই সঙ্গে নির্মিয়মাণ রিয়েলএস্টেটেরএ ব্যবসা বেড়েছে। উত্তর প্রদেশের একাধিক রিয়েলএস্টেট সংস্থার কর্ণধাররা জানিয়েছেন প্রথমে করোনা মহামারীর কারণে তাঁদের ব্যবসা থমকে গিয়েছিল। সেটা আবার বেড়ে গিয়েছে গত কয়েক মাসে। অর্থাৎ ২০২০-২১ সালের তুলনায় ২০২২-২৩ সালে অনেকটাই বেড়েছে তাঁদের ব্যবসা। লখনই শহরে ৬৫০ থেকে ১২০০ স্কোয়ারফুটের ফ্ল্যাটের বিক্রি বেড়েছে। নয়ডা-গ্রেটার নয়ডা এখন একাধিক আইটি কোম্পানির অফিস তৈরি হয়েছে। সেকারণে সেখানে মানুষ বেশি বসবাস করতে শুরু করেছে। সেকারণে নয়ডা-গ্রেটান নয়ডায় সাধারণ মানুষের ফ্ল্যাট কেনার প্রবণতাও বেড়েছে। বেড়ে অফিস প্লেস বিক্রিও। যোগী সরকার শিল্পবান্ধব রাজ্য গড়ার চেষ্টা করছে সেকারণেই যত শিল্প উত্তর প্রদেশে আসছে তত রিয়েল এস্টেটের ব্যবসা বাড়ছে।

     

    বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র হয়ে উঠেছে উত্তর প্রদেশ। যোগীর শাসনকালে উত্তর প্রদেশে রিয়েল এসটেটে ব্যবসায় বিপুল সাফল্য এসেছে। এনএইচবি রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। মহামারী পরিস্থিতি কাটিয়ে যোগী রাজ্যে নতুন করে রিয়েল এস্টেট ব্যবসা সাফল্য পেয়েছে জানা গিয়েছে। অর্থাৎ রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ আসছে। বলছে NHB-র ডেটা উত্তর প্রদেশের রিয়েল এস্টেট ব্যবসা ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। করোনার কারণে মাঝা ধাক্কা খেেয়ছিল সেই ব্যবসা। কিন্তু করোনা ধাক্কা কাটিয়ে উঠতেই এখন পরিস্থিতি অমনেকটাই স্বাভাবিক হয়েছে। ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে যোগীর রাজ্যের রিয়েল এস্টেট ব্যবসা। ২০২২ সালের ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক যে তথ্য দিয়েছে তাতে দেখা গিয়েছে উত্তর প্রদেশের একাধিক জায়গায় রিয়েল এস্টেটের ব্যবসায় জোয়াড় এসেছে। উত্তর প্রদেশের নয়ডা,গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, মিরট, লখনউ, কানপুর শহরে রিয়েল এস্টেটের ব্যবসা বেশি সাফল্য পেয়েছে।

     

    পরিসংখ্যানে দেখা গিয়েছে যে গৃহঋণ নেওয়ার সংখ্যা বেড়েছে একাধিক ব্যাঙ্কে। সেই সঙ্গে রিয়েল এস্টেটের দামও বেড়েছে স্কোয়ারফুট প্রতি। তাতেই আন্দাজ করা যাচ্ছে যে উত্তর প্রদেশের একাধিক শহরে বেড়েছে । তার থেকেই আরও স্পষ্ট যে রিয়েল এস্টেটের ব্যবসা বেড়েছে উত্তর প্রদেশে। চন্ডিতলায় অবৈধ গরু পাচার আটকালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল উত্তর প্রদেশের ৬টি শহরে রিয়েল এস্টেট ব্যবসা ফুলে ফেঁপে উঠছে বলে জানিয়েছে সেই রিপোর্ট। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে নয়ডায় রিয়েল এস্টেট ব্যবসা ১৪.২ শতাংশ বেড়েছে। অন্যদিকে লখনউয়ে ৯.২ শতাংশ বেড়েছে রিয়েল অস্টেটের ব্যবসা। সেই সঙ্গে নির্মিয়মাণ রিয়েলএস্টেটেরএ ব্যবসা বেড়েছে। উত্তর প্রদেশের একাধিক রিয়েলএস্টেট সংস্থার কর্ণধাররা জানিয়েছেন প্রথমে করোনা মহামারীর কারণে তাঁদের ব্যবসা থমকে গিয়েছিল।

     

    সেটা আবার বেড়ে গিয়েছে গত কয়েক মাসে। অর্থাৎ ২০২০-২১ সালের তুলনায় ২০২২-২৩ সালে অনেকটাই বেড়েছে তাঁদের ব্যবসা। লখনই শহরে ৬৫০ থেকে ১২০০ স্কোয়ারফুটের ফ্ল্যাটের বিক্রি বেড়েছে। নয়ডা-গ্রেটার নয়ডা এখন একাধিক আইটি কোম্পানির অফিস তৈরি হয়েছে। সেকারণে সেখানে মানুষ বেশি বসবাস করতে শুরু করেছে। সেকারণে নয়ডা-গ্রেটান নয়ডায় সাধারণ মানুষের ফ্ল্যাট কেনার প্রবণতাও বেড়েছে। বেড়ে অফিস প্লেস বিক্রিও। যোগী সরকার শিল্পবান্ধব রাজ্য গড়ার চেষ্টা করছে সেকারণেই যত শিল্প উত্তর প্রদেশে আসছে তত রিয়েল এস্টেটের ব্যবসা বাড়ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments