More
    Homeরাজ্যরোজভ্যালি সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৩০৪ কোটি টাকার সম্পত্তিকে...

    রোজভ্যালি সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৩০৪ কোটি টাকার সম্পত্তিকে নিজেদের দখলে আনল ইডি

    রোজভ্যালি সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৩০৪ কোটি টাকার সম্পত্তিকে নিজেদের দখলে আনল(পজেশন) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট(ইডি)। চিটফাণ্ড কেলেঙ্কারির তদন্তে নেমেই এই পদক্ষেপ বলে একটি বিবৃতিতে শুক্রবার জানিয়েছে ইডি। ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’ অনুসারেই এই পদক্ষেপ জানিয়েছে ইডি। বিবৃতিতে জানানো হয়েছে, চিটফাণ্ড কেলেঙ্কারির তদন্তে নেমে জানা যায় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, অসম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন রাজ্যে রোজভ্যালি গ্রুপের বিভিন্ন কোম্পানির নাম করে প্রচুর সম্পত্তি করা হয়েছিল। মূলত সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থকে ঘুরপথে বেআইনীভাবে এই সম্পত্তি কেনার মাধ্যমে ব্যয় করা হয়েছিল। তদন্ত কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার সাথেই এই বেআইনীভাবে করা সম্পত্তির ব্য়াপারে খোঁজখবর করা শুরু করে ইডি। মূলত ভুয়ো স্কিম বিক্রির মাধ্যমেই আমজনতার কাছ থেকে টাকা হাতিয়েছিল এই কোম্পানি। অভিযোগ এমনটাই। পাশাপাশি রোজভ্যালির এই সম্পত্তিগুলির সঙ্গে যুক্ত কোম্পানি ও তাদের ডিরেক্টরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত ও দখলে আনা হচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments