More
    Homeরাজ্য'লকডাউন বিধি ভাঙে এমন কিছু থেকে বিরত থাকুন, সংযত থাকুন, আইনের পথে...

    ‘লকডাউন বিধি ভাঙে এমন কিছু থেকে বিরত থাকুন, সংযত থাকুন, আইনের পথে লড়াই হবে,’ টুইট বার্তা অভিষেকের

    নারদ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ক। ধৃতদের তালিকায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টার পর ঘণ্টা ধরে সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে ছিলেন। এদিকে তাঁদের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভের আঁচ আছড়ে পড়ে নিজাম প্যালেসের সামনে। ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়ে যায় সিবিআই দফতরের সামনে। কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে ইঁট ছুঁড়তে শুরু করেন উত্তেজিত তৃণমূল কর্মীরা। পরিস্থিতি ক্রমেই বিগড়ে যায়। রাজভবনের গেটের সামনেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমেই প্রশ্নের মুখে দাঁড়ায়। এসবের মধ্যেই টুইট করে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী লিখেছেন তিনি টুইট বার্তায়।মূলত শান্তি বজায় রাখার জন্য তিনি বার্তা দেন। তিনি লিখেছেন, ‘সকলের কাছে অনুরোধ করছি আইন মেনে চলুন। লকডাউন বিধি ভাঙে এমন কিছু থেকে বিরত থাকুন, সংযত থাকুন। বাংলার মানুষের বৃহত্তর স্বার্থে এটা করা দরকার। বিচারব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আইনের পথেই এই লড়াই চবে।’ফিরহাদ হাকিমের বাড়ির সামনে থেকে নিজাম প্যালেস সর্বত্র তৃণমূল কর্মীরা জড়ো হন। করোনা সতর্কতামূলক যাবতীয় বিধিকে উপেক্ষা করেই তাঁরা এভাবে জড়ো হন বলে অভিযোগ। এদিকে যে কোনও ধরণের জমায়েত আপাতত নিষিদ্ধ করা হয়েছে রাজ্যে। সেক্ষেত্রে গোটা ঘটনায় উদ্বেগ ছড়াতে থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে কর্মীদের সংযত রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments