More
    Homeঅনান্যলক্ষাধিক টাকার বোর্ড মানি সহ সাতজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ সাতজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    মালদা:-  লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ সাতজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বিশ্বনাথ মোড় এলাকায় হানা দিয়ে ১ লক্ষ ৩০ হাজার ১৩৫ টাকা বোর্ড মানি সহ সাত জনকে গ্রেফতার করে। জানা যায় স্থানীয় বাসিন্দা অভিজিৎ সাহার নেতৃত্বে এলাকায় প্রতিদিন বসত জুয়ার আসর। ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে সাফল্য পায়। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে।

    লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ সাতজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    MORE NEWS – “গভর্নর যাঁকে বলেছিলেন তিনিই শপথ নিচ্ছেন, তাহলে এত নাটক করার কী দরকার” বললেন দিলীপ ঘোষ।

    Today Kolkata:- গভর্নর যাঁকে বলেছিলেন তিনিই শপথ নিচ্ছেন তাহলে এত নাটক করার কী দরকার ছিল ফালতু জটিলতায় পড়েন কেন ওনারা বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ সকালে খড়গপুরে প্রাতর্ভ্রমণ ও চা চক্রে বেরিয়ে এ কথা বললেন দিলীপ ঘোষ। এছাড়াও দিনকে দিন বেড়ে চলা খড়্গপুরে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় তিনি বলেন পুলিশ জানে কারা করছে। পুলিশ চাইলেই বন্ধ করতে পারবে। পুলিশিই বন্ধ করেছিল, পুলিশ চাইলে বন্ধ করতে পারে। তারা তো আকাশ থেকে পড়ছে না পাড়ার মধ্যে গিয়ে ছিনতাই করছে।এটা কী করে হতে পারে। যে টাকা নিয়ে আসছে তাঁর কাছে সাত লাখ টাকা আছে ব্যবসায়ীর কাছে এ কথা জানছে কী করে। এখানকার লোকেরাই সমস্ত খবর দিচ্ছে, পুলিশের সামনেই এসব হচ্ছে।পুলিশ জানে কারা করছে। তাহলে পুলিশ কেন বন্ধ করছে না। CONTINUE READING

    MORE NEWS – ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন ঘটল, চলে গেলেন প্রখ্যাত সন্তুর শিল্পী শিব কুমার শর্মা।

    শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, 10/05/2022:-  ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন ঘটল। চলে গেলেন প্রখ্যাত সন্তুর শিল্পী শিব কুমার শর্মা। সঙ্গীত শিল্পী শিব কুমার শর্মা বেশ কিছুদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। গত ছয় মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। পন্ডিত শিব কুমার শর্মা 1938 সালে জন্মেছিলেন জম্মু ও কাশ্মীরে। ভারত সরকার তাঁকে পদ্মবিভুশন সন্মান দিয়েছিল। সন্তুরে তিনি জাদুর মূর্ছনা তুলতেন। মোহিত করে রাখতেন শ্রোতাদের। বিশ্বব্যাপী অসংখ্য গুণমুগ্ধ ছিল তাঁর। ভারতীয় লঘু সঙ্গীতের পাশাপাশি কাশ্মীরের লোক সঙ্গীতকেও মানুষের সামনে তুলে ধরেছিলেন তিনি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments