More
    Homeঅনান্যLPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা গৃহ কর্তা,...

    LPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা গৃহ কর্তা, ঘটনাস্থলে দমকল।

    নদীয়া:– সকালে LPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন। অল্পের জন্য প্রাণে রক্ষা গৃহ কর্তার। এমনও চাঞ্চল্যকর ঘটনা টি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন সকালে ওই এলাকার বাসীন্দ গোপাল বিশ্বাস এর বাড়িতে সাতসকালে LPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগার ঘটনাটি ঘটে। গোপাল বিশ্বাস জানান সকালবেলায় তার মা রান্নাঘরে চা করতে গেলে গ্যাসে আগুন দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডারটি উঠোনে ফেলে দুটি লেপ চাপা দেয়ার সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে এলাকার মানুষ সহযোগিতায় গ্যাস সিলিন্ডার টি মাটি চাপা দিয়ে দেওয়া হয়। মাটি চাপা দেওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে শান্তিপুর দোমকলে ফোন করেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। একটি ইঞ্জিন এর সহায়তায় দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় প্রাণঘাতী না হলেও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যার কারনে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়,পাশাপাশি আতঙ্কে রয়েছে গোটা পরিবার।

    LPG গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা গৃহ কর্তা, ঘটনাস্থলে দমকল।

    MORE NEWS – ভাঙ্গন রুখতে তৎপর সেচ দপ্তর।

    মালদাঃ- ভাঙ্গন রুখতে তৎপর সেচদপ্তর তার মাঝে উঠে এলো অভিযোগ নিম্নমানের কাজের। এলাকাবাসী দাবি স্থায়ী নদীর পাড় বাঁধানোর কাজের অভিযোগ, মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বারুইপাড়ায় টাঙ্গন নদীর ভাঙ্গন শুরু হয় ২০১৭ সাল থেকে ভাঙ্গন আজও থামেনি আতঙ্ক। বর্ষা নামতেই আতঙ্ক বাড়তে থাকে। গত বছর সাতটি বাড়ির ভয়াবহ অবস্থা হয়েছিল। প্রবল বৃষ্টির জেরে সাতটি বাড়ির মধ্যে দুটি বাড়ির অর্ধেক অংশ ধসে পড়েছিলো। সে বছর অস্থায়ী ভাবে নদীর পাড় বাঁধা কাজ করাহয় বর্ষা নামতেই আবারও শুরু ধর্ষ এবছর আবার নতুন করে নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়।এলাকায়বাসী অভিযোগ নিম্নমানের জিনিস দিয়ে নদী পাড় বাঁধানোর কাজ চলছে। এবিষয়ে আইহো গ্রামপঞ্চায়েত সদস্য অমৃত হালদার বলেন নদী পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে বারুই পাড়ায়, এলাকাবাসী অভিযোগ পাথর দিয়ে কাজ, CONTINUE READING

    জোড়াগেড়িয়া ফাঁড়ির উদ্যোগে সংযোগ ও সমাধান কর্মসূচি দাঁতনের রনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

    বিজেপির বর্ষ পূর্তি অনুষ্ঠান একুশ সাল থেকে বাইশ সাল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments