More
    Homeখবরলঙ্কার দাম নিয়ে ‘লঙ্কাকাণ্ড’

    লঙ্কার দাম নিয়ে ‘লঙ্কাকাণ্ড’

    Today Kolkata:- লঙ্কাকাণ্ড লঙ্কার দাম নেই ঘাটাল ও দাসপুরে চাষীরা ট্রাক্টর চালিয়ে নষ্ট করল লঙ্কা চাষ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খাসবাড়, বালিডাঙ্গা ,মনশুকা ও দাসপুর থানার বিভিন্ন গ্রামের চাষিরা এবছর লঙ্কা চাষ করেছিলেন। লঙ্কার ফলন ভালো হয়েছিল। কিন্তু লঙ্কার দাম বর্তমানে দশ থেকে বারো টাকা প্রতি কেজি। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লঙ্কা চাষিরা।

    এক বিঘে জমিতে লঙ্কা চাষ করতে খরচ হয় প্রায় 30 থেকে 35 হাজার টাকা। কিন্তু লঙ্কার দাম না থাকায় চাষীরা চিন্তায় পড়েছেন। এক বিঘা জমি থেকে বর্তমান বাজার দর অনুযায়ী লঙ্কা বিক্রি করে মেরে কেটে পাঁচ হাজার টাকা পাওয়া যাচ্ছে বলে চাষিরা জানান। তাই বাধ্য হয়ে শুক্রবার ট্রাক্টর চালিয়ে বিঘের পর বিঘে লঙ্কা চাষ নষ্ট করে দিল চাষিরা। মাঠের চাষ মাঠেই নষ্ট করে দেওয়া ছাড়া তাদের কাছে কোন উপায় নেই বলে চাষীরা জানান। কারণ যেভাবে লঙ্কার দাম তাতে জমিতে লঙ্কা চাষ না রাখাই ভালো।

    তাই লঙ্কা চাষ করে প্রচুর ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার লঙ্কা চাষিরা । কিভাবে ধার দেনা চাষীরা শোধ করবেন তা নিয়েও চিন্তায় পড়েছেন। তাই বাধ্য হয়ে শুক্রবার নিজেদের জমিতে করা লঙ্কা চাষ ট্রাক্টর চালিয়ে নিজেরাই নষ্ট করে দেন। শুক্রবার প্রায় বিশ বিঘা জমির লঙ্কা চাষ ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দিচ্ছে চাষীরা, যার ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    লঙ্কার দাম নিয়ে ‘লঙ্কাকাণ্ড’

    কোচবিহারের প্রাচীনতম হুজুর সাহেবের মেলা শুরু হতে চলেছে কারিশালে।

    উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খাসবাড়, বালিডাঙ্গা ,মনশুকা ও দাসপুর থানার বিভিন্ন গ্রামের চাষিরা এবছর লঙ্কা চাষ করেছিলেন। লঙ্কার ফলন ভালো হয়েছিল। কিন্তু লঙ্কার দাম বর্তমানে দশ থেকে বারো টাকা প্রতি কেজি। যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন লঙ্কা চাষিরা।

    এক বিঘে জমিতে লঙ্কা চাষ করতে খরচ হয় প্রায় 30 থেকে 35 হাজার টাকা। কিন্তু লঙ্কার দাম না থাকায় চাষীরা চিন্তায় পড়েছেন। এক বিঘা জমি থেকে বর্তমান বাজার দর অনুযায়ী লঙ্কা বিক্রি করে মেরে কেটে পাঁচ হাজার টাকা পাওয়া যাচ্ছে বলে চাষিরা জানান। তাই বাধ্য হয়ে শুক্রবার ট্রাক্টর চালিয়ে বিঘের পর বিঘে লঙ্কা চাষ নষ্ট করে দিল চাষিরা। মাঠের চাষ মাঠেই নষ্ট করে দেওয়া ছাড়া তাদের কাছে কোন উপায় নেই বলে চাষীরা জানান। কারণ যেভাবে লঙ্কার দাম তাতে জমিতে লঙ্কা চাষ না রাখাই ভালো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments