More
    Homeখবরশপথ নিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন

    শপথ নিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন

    Today Kolkata:-  শপথ নিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন। শপথ গ্রহণ করলেন মুর্শিদাবাদের সাগরদিঘির নবনির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাস। আর শপথ গ্রহণের পরেই ধরা পরল বিজেপির সঙ্গে সখ্যতার ছবি। বিজেপি বিধায়করা ফুল মালা দিয়ে অভিনন্দন জানালেন কংগ্রেসের বাইরণকে। সাগরদিঘীর অনৈতিক জোটের অভিযোগই ফের প্রকাশ্যে এলএল। সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম-কংগ্রেস-বিজেপির অনৈতিক জোটের জয় হয়েছে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর এমনই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস।

     

    ওই কেন্দ্রের বিজয়ী কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করান। আর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন ধরা পড়ল বিজেপির সঙ্গে সখ্যতার ছবি। শপথ গ্রহণের পর পরই কংগ্রেসের বাইরণ বিশ্বাসকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিজেপির বঙ্কিম ঘোষ সহ বেশ কয়েকজন বিধায়ক। এদিন বঙ্কিম ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব বিরোধী দল এক হয়ে লড়াই করবে। বঙ্কিমবাবুর কথাতে উঠে এসেছে বাম-কংগ্রেস-বিজেপির সখ্যতার কথা।

     

    গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনেও জিততে পারেনি। সাগরদিঘী উপনির্বাচনে এই জয়ের পর বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেসের। বিজেপির সখ্যতার প্রশ্নে বাইরণ অবশ্য বলেন, কংগ্রেস কংগ্রেসের মত লড়াই করবে।
    এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু উপস্থিত ছিলেন। কংগ্রেসের এক ঝাঁক প্রাক্তন বিধায়ক অংশ নিয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। ছিলেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করানোর পর বাইরন বিশ্বাসকে পরিষদীয় রীতিনীতি শিখে নেওয়ার পরামর্শ দেন দেন।

    Mohun Bagan “মোহন বাগান বিশ্বসেরা হবে , খেলতে হবে ও বিশ্বজয় করতে হবে” – প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী।

    উল্লেখ্য সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছেন। নির্বাচনের আগেই কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে সমর্থন জানিয়েছিল বামেরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাগরদীঘিতে দলের প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সব বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী থেকে পরাজিত করতে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

     

    ফলাফল ঘোষণার পর দেখা যায় গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী যে ভোট পেয়েছিলেন তার অধিকাংশই এবার কংগ্রেসের পকেটে চলে গিয়েছে। তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের বাইরণ বিশ্বাস। তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির বিরোধীদের জোটকে অনৈতিক জোট বলে কটাক্ষ করেছিলেন। বিজেপির ভোটব্যাঙ্ক কংগ্রেসকে দিয়ে দিয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছিলেন তৃণমূলের নেতারা। আর বাইরন বিশ্বাসের শপথ গ্রহণের দিন দেখা গেল বিজেপি বিধায়কদের শুভেচ্ছা জানানোর ছবি। যে অনৈতিক জোটের অভিযোগ উঠেছিল তার যেন অনেকটাই ফুটে উঠল এদিনের বিধানসভায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments