More
    Homeখবরশহরে বেআইনিভাবে টোটো চলাচল রুখতে কড়া পদক্ষেপ পুলিশের।

    শহরে বেআইনিভাবে টোটো চলাচল রুখতে কড়া পদক্ষেপ পুলিশের।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে বেআইনি টোটো চলাচল রুখতে এবার করা হাতে নামল কান্দি থানার পুলিশ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে আগেয় কান্দি শহরে চলাচল করবার জন্য বেশকিছু টোটো চিহ্নিত করে তাদের লাইসেন্স দেয়া হয়েছে তাও কিছু আইন অমান্যকারী টোটো বিভিন্ন গ্রাম থেকে কান্দি শহরে এসে কান্দি শহরের যানজট সৃষ্টি করছে, এবার সেই সমস্ত টোটোদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করবার পথে নামল কান্দি থানার পুলিশ প্রশাসন। কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার পুলিশের এই উদ্যোগ বিগত কিছুদিন চলবে কান্দি শহর জুড়ে বলে পুলিশ সূত্রে খবর।শহরে বেআইনিভাবে,শহরে বেআইনিভাবে

    শহরে বেআইনিভাবে টোটো চলাচল রুখতে কড়া পদক্ষেপ পুলিশের।

    MORE NEWS – পথ সুরক্ষা সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করে তুলতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

    Today Kolkata:- পথ সুরক্ষা সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করে তুলতে পথে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রবিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ শহরের পৃথিবী ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও নবদ্বীপ থানার পুলিশের যৌথ উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র পোড়ামা তলা ও রাধা বাজার মোড় এলাকায় সচেতনতামূলক পথনাটিকা মাধ্যমে পথচলতি মানুষজনকে পথ ও সুরক্ষা সম্পর্কে সচেতন করলেন সংগঠনের সদস্য ও নবদ্বীপ থানার কর্মরত পুলিশ কর্মীরা। এছাড়াও এই দিন শহরের অভ্যন্তরে একটি সচেতনতামূলক পদযাত্রায় অংশগ্রহণ করেন তারা। সাধারণ মানুষকে সচেতন করে তোলার মধ্য দিয়ে আগামী দিনের, CONTINUE READING

    MORE NEWS – সাইবার ক্রাইম প্রতারনায় এবার উত্তর প্রদেশ পুলিশের হাতে।

    মালদাঃ- সাইবার ক্রাইম প্রতারনায় এবার উত্তর প্রদেশ পুলিশের হাতে হবিবপুর থানার অন্তগত তিনজন অভিযোগ সনাক্ত ভিত্তিতে আটোক জানা গেছে উত্তর প্রদেশেরে প্রয়াগরাজ থানা এলাকার এক প্রাক্তন বিচারপতি অ্যাকাউন্ট থেকে ১৬ লাখ ৭৮হাজার টাকা উধাও। ওই বিচারপতি অবশেষে সাইবার ক্রাইমে অভিযোগ করেন তার অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬ লাখ ৭৮ হাজার টাকা উধাও হয়। তার ভিত্তিতে সাইবার ক্রাইম নেটওয়ার্ক ধরে যে সিম থেকে টাকা লেনদেন হয় সেই সিম গুলি বিক্রি করাহয় হবিবপুর থানার বিভিন্ন জায়গায় সেই মতো উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম টিম, শনিবার সেই লোকেসন ধরে সেই সিম বিক্রেতাদের মালদহের হবিবপুর থানার বিভিন্ন জায়গায় থেকে শনিবার রাতে প্রথমে চার জনকে আটক করে , CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments