More
    Homeখবরশুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিস পার্থ ভৌমিকের

    শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিস পার্থ ভৌমিকের

    Today Kolkata:-  শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিস পার্থ ভৌমিকের। শুক্রবার মন্ত্রী পার্থ ভৌমিক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভার অধিবেশন কক্ষ। সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ‘এক মাসের মধ্যে জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন শুভেন্দু, এমনটাই অভিযোগ তৃণমূলের। যদিও এই ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেম শুভেন্দু। শুক্রবারে বাকবিতণ্ডার জেরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা হবে স্বাধিকার ভঙ্গের নোটিশ।

     

    বিধানসভার আগামী অধিবেশন এই নোটিশ আনা হবে বলে জানা গিয়েছে।বিধানসভায় শুক্রবার বিধানসভায় পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনা চলছিল। মাঝে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বিজেপি পরিষদীয় দলকে কটাক্ষ করেন। বলেন, ‘দিন দিন তো আপনাদের সংখ্যা কমে যাচ্ছে। এখন তো সংখ্যা নেমে ৬৭ হয়ে গিয়েছে।’ উল্লখ্য, ৬ জন গেরুয়া বিধায়ক দলবদল করেছেন। তৃণমূলে ফিরে গিয়েছেন তাঁরা।

     

    সেই সূত্রে দলবদলের পর বিজেপির বিধায়ক সংখ্যা এখন ৬৯। তবে অধ্যক্ষ দলবদলু বিধায়কদের বিজেপির বিধায়ক বলেই জানিয়েছেন। পরে বক্তৃতা করতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এই যে বিধানসভার সদনে আমাদের সঙ্গেই বসে আছেন, কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাস। এঁরা বিধানসভায় নিজেদের বিজেপি বিধায়ক বলছেন। স্পিকারও এঁদের বিজেপি বিধায়ক বলছেন।

    আরও পড়ুন – আইপিএলের আগে আমেদাবাদে টেস্ট শতরানে খুশি শুভমান

    সাহস থাকলে বলুন এরা দলবদল করেছেন।’ শুভেন্দুর এমন জবাবে দলবদলু দুই বিধায়ক বলে ওঠেন, ‘আপনি আপনার বাড়ির দিকে তাকান।’ সেই প্রসঙ্গেই ট্রেজারি বেঞ্চ থেকে বসে সেচমন্ত্রী বিরোধী দলনেতার উদ্দেশে বলেন, ‘শিশিরবাবু এখন কোন দলে আছেন?ট এর পরেই বিরোধী দলনেতা পাল্টা সেচমন্ত্রীর উদ্দেশে মন্তব্য করেন। সেচমন্ত্রী এবং শাসকদলের বিধায়করা অভিযোগ করেন, শুভেন্দু হুমকি দিয়েছেন সেচমন্ত্রীকে। বলেছেন, ‘ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় মানবাধিকার কমিশনের অভিযোগের ভিত্তিতে তোমাকে এক মাসের মধ্যে জেলে ঢোকাব।’

     

    উল্লেখ্য, শুক্রবার মন্ত্রী পার্থ ভৌমিক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভার অধিবেশন কক্ষ। সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ‘এক মাসের মধ্যে জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন শুভেন্দু, এমনটাই অভিযোগ তৃণমূলের। যদিও এই ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেম শুভেন্দু। শুক্রবারে বাকবিতণ্ডার জেরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা হবে স্বাধিকার ভঙ্গের নোটিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments