More
    Homeখবরশুরু হল করণদিঘীর ঐতিহ্যবাহী শিরুয়া মেলায়।

    শুরু হল করণদিঘীর ঐতিহ্যবাহী শিরুয়া মেলায়।

    করণদিঘী:- উত্তর দিনাজপুর জেলার করনদিঘীতে প্রতিবছরের মতো এবারও প্রথম বৈশাখে শুরু হলো রাজবংশী সমাজের ঐতিহ্যবাহী শিরুয়া মেলা। উত্তরবঙ্গের সব থেকে বড় শিরুয়া মেলা এটি। স্থানীয়রা জানান করণ রাজা এই মেলার প্রথম শুরু করেন করণদিঘীতে। আজ সকাল থেকেই শিরুয়া মেলায় কয়েক লক্ষ দর্শনার্থীদের সমাগম ঘটে। মেলার প্রথম দিন ভোর থেকেই বিকাল পর্যন্ত গঙ্গা স্নান চলে। আর বিকাল থেকে টানা এক সপ্তাহ মেলা চলবে। করণদিঘীর স্থানীয় বিধায়ক গৌতম পাল সকালে করণ রাজার পুকুরে গঙ্গা স্নান করে শিবের পূজো করে একটি পদ যাত্রা রেলির মাধ্যমে শিরুয়া উৎসব ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পান্ডেপুর শিব মন্দিরে জল ঢেলে পুনরায় শিরুয়া মেলা পরিদর্শন করে পীরের মাজারে চাদর চড়িয়ে মঙ্গল কামনা করেন।শুরু হল করণদিঘীর , শুরু হল করণদিঘীর

    তবে এই শিরুয়া মেলায় জাতি ধর্ম নির্বিশেষে সকলেই মঙ্গল কামনার জন্য গঙ্গা স্নান করে শিরুয়া মেলা পরিদর্শন করেন। বিধায়ক গৌতম পাল সকলকেই শিরুয়া উৎসব ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকেই মেলা এসে দর্শন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আরও জানান এই শিরুয়া মেলা সাতদিন ধরে ধুমধাম করে চলবে।

    শুরু হল করণদিঘীর ঐতিহ্যবাহী শিরুয়া মেলায়।

    MORE NEWS – এক নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    মালদা:- এক নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম রুকিন্দিপুর এলাকায়। আহত নৈশপ্রহরীর নাম সুকুমার চৌধুরী বয়স(৬৫)বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে প্রত্যেক দিনের মত রাতে খাওয়া দাওয়া মাছের পুকুর পাহারা দিচ্ছিলে। হঠাৎই রাতের অন্ধকারে কেউ বা কারা হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে। আজ সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার পর দেখতে পাই রক্তাক্ত অবস্থায় আপনাকে দেখে বা কারা ফেলে রেখেছে। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। CONTINUE READING

    মালদহের হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়ার তালিকায় সরাসরি নাম জড়িয়ে গেল হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শাসকদলের সহ-সভাপতি ফেসান আলীর।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments