More
    Homeখবরসংসদে রাহুল গান্ধীকে কোণঠাসা করার পরিকল্পনা

    সংসদে রাহুল গান্ধীকে কোণঠাসা করার পরিকল্পনা

    Today Kolkata:-  সংসদে রাহুল গান্ধীকে কোণঠাসা করার পরিকল্পনা। কংগ্রেস বিরোধীদের একজোট করে এগোতে চাইছে। ইতিমধ্যেই সংসদ অধিবেশনে একাধিকবার কংগ্রেসের নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলগুলি বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন। এবার রাহুল গান্ধীকেই কোণঠাসা করতে চাইছে কংগ্রেস। তার নেপথ্যে রয়েছে নতুন পরিকল্পনা। সূত্রের খবর বিরোধীদের ভাঙতে এবার রাহুল গান্ধীকেই কোণঠাসা করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা।

     

    কারণ বিরোধীদের একজোট করার নেপথ্যে যে মূলমেরুদণ্ড রয়েছে সেটাই রাহুল গান্ধী। সেই মেরুদণ্ড একবার ভাঙতে পারলেই কেল্লা ফতে। বিরোধীদের ভাঙলে রাহুল গান্ধীকেই ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। সেকারণেই ইউকে ইস্যুতে এত সরব হয়েছে গেরুয়া বাহিনী। বারবার রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশের বাইরে গিয়ে দেশের বদনাম করার কথা বলছে বিজেপি নেতারা। এমনকী রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগও করছেন তাঁরা। বারবার রাহুল গান্ধীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জাবিয়েছেন বিজেপি নেতারা।

     

    কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ব্রেটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে দেশের অপমান করেছেন রাহুল গান্ধী তাতে তাঁর সংসদে থাকার কোনও অধিকার নেই বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদরা। দেশকে অপমান করতে বিদেশের মাটি ব্যবহার করছেন রাহুল গান্ধী এমনই অভিযোগ করেছেন তাঁরা।

    Arpita Mukherjee “সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে” , বিচারকের সামনে কাতর আর্তি অর্পিতার।

    প্রসঙ্গত ভারতে গণতন্ত্র বিপন্ন বলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতের গণতন্ত্র বিপন্ন বলে দাবি করেছেন রাহুল গান্ধী। তাই গোটা দেশ জুড়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ২০২৪-র লোকসভা ভোটের আগে একজোট হচ্ছে বিরোধীরা। আদানি ইস্যুতে গতকাল ইডির দফতরে ধর্না দিয়েছেন বিরোধীরা। নেতৃত্বে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এমকী আদানি ইস্যুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব দাবি করে সংসদে সরব হয়েছেন কংগ্রেস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments