More
    Homeরাজনৈতিকসমর্থকদের স্রোতে ভেসে নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়নপত্র জমা শুভেন্দুর

    সমর্থকদের স্রোতে ভেসে নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়নপত্র জমা শুভেন্দুর

    সমর্থকদের স্রোতে ভেসে শুক্রবার নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। তাঁর মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে এদিন সকাল থেকেই তাঁর অনুগামীদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। বাবা-মাকে প্রণাম করে শুক্রবার সকাল আটটায় বাড়ি থেকে বের হলেন তিনি। সোজা চলে যান নন্দীগ্রামের সোনাচূড়ায় সিংহবাহিনী মন্দিরে। পুজো দেন সেখানে। তারপর যান নন্দীগ্রাম থানার কাছে জানকীনাথ মন্দিরে। সেখানেও পুজো দেন। যজ্ঞে অগ্নিসংযোগ করেন। এরপর যাত্রা করেন হলদিয়ার পথে। হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে শুরু হয় মিছিল। সেই মিছিল ঘিরে যেন জনজোয়ার। সেই ভিড় সামলেই এসডিও অফিসের দিকে এগোতে থাকেন তিনি। সেই মিছিলে সামিল ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান। এসডিও অফিসে ঢোকার আগে মঞ্জুশ্রী মোড়ে সভা করেন তিনি। সে সভাতেও উপচে পড়ে মানুষের ভিড়। সভা শেষে তিনি ঢুকে যান এসডিও অফিসে। এদিন শুভেন্দুর সঙ্গে মনোনয়ন জমা দেন হলদিয়ার প্রার্থী তাপসী মণ্ডলও। গতবার সিপিএম বিধায়ক ছিলেন তাপসী। শুভেন্দুর সঙ্গেই ১৯ ডিসেম্বর তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার হলদিয়াতে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধারে ও ভারে তাই এবার প্রথম থেকেই নজরকাড়া এই কেন্দ্র। দিন এগোচ্ছে যত, ততই পারদ চড়ছে। মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগে আরও সরগরম হয়েছে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছেন আগেই। আজ দিলেন শুভেন্দু।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments