More
    Homeখবরসরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা কেমন? খতিয়ে দেখতে পরিদর্শনে নবনির্বাচিত সভাধিপতি

    সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা কেমন? খতিয়ে দেখতে পরিদর্শনে নবনির্বাচিত সভাধিপতি

    চাঁচল:- সভাধিপতির দায়িত্ব পাওয়ার পর সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার মান খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শনে আসলেন মালদা জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। শনিবার দুপুরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে যান সভাধিপতি রফিকুল হোসেন। এই দিন তিনি হাসপাতালের পুরুষ ও মহিলা বিভাগগুলিতে যান এবং রোগীদের সঙ্গে কথাও বলেন তিনি।পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো খতিয়ে দেখেন। উল্লেখ্য,প্রায় এক সপ্তাহ আগে হাসপাতালের বাইরে প্রতীক্ষালয় ও পানীয় জলের ব্যবস্থা নিয়ে সরব হয়েছিল রোগীর পরিজনেরা।সেই খবর সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছিল।এদিন সেইসব সমস্যার কথাগুলি নয়া সভাধিপতি কে জানানো হলে তিনি জানান,সদ্য সভাধিপতিতে নির্বাচিত হয়েছি। হাসপাতালের সমস্যা অপরিকাঠামোর দিক গুলি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠকে বসব। পাশাপাশি রোগী প্রতীক্ষালয় এবং পানীয় জলের ব্যবস্থা দ্রুত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এদিন মালদা জেলা পরিষদের নবনির্বাচিত সভাপতি এটিএম রফিকুল হোসেন কে হাসপাতালে পক্ষ থেকে উত্তরীয় ফুলের স্তবক দিয়ে সন্মান জানান হাসপাতাল সুপার কুমারেশ ঘোষ সহ অন্যান্য চিকিৎসকেরা।

    সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা কেমন? খতিয়ে দেখতে পরিদর্শনে নবনির্বাচিত সভাধিপতি

    MORE NEWS -ঝাড়খন্ডের বারবেন্দিয়া নদীতে নৌকা উল্টে বেশকয়েক জনের তলিয়ে যাওয়ার খবর!উদ্ধার
    কাজে প্রশাসন ।

    Today Kolkata :- বরাকর নদীর ঝাড়খন্ডের জামতরা ও ধানবাদ মাঝে বেরোবেন্দিয়া শ্যামপুর ঘাটের সামনে বীরহস্পতিবার বিকালে পর্বল ঝড় বৃষ্টি শুরু হয়। এবং এই ঝড় হাওয়া তে নদীতে নৌকাটি উল্টে যাই এবং এই নৌকার মধ্যে 16জনের বেশি লোক নৌকায় করে নদীপারাপার করে ছিল বলে যানা গেছে তারা সবাই ঝাড়খণ্ডের জামতরা এলাকার দিকে যাচ্ছিলো বলে যানা যাই। এবং নৌকাটিতে বেশকয়েক জন মোটরবাইক নিয়ে নৌকাতে করে নদীপারাপার করছিলো বলে যানা গেছে। ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত হন প্রাক্তনবিধায়ক অরূপচ্যাটার্জী ও নির্ষাবিধায়ক অপর্ণা সেনগুপ্তা!খবর সূত্রে যানাগেছে যে নৌকাটিতে থাকা দুজন  সাঁতারকেটে একটি গ্রামে উঠেছেন ।

    MORE NEWS – ড্রাগন ফলের চাষ করে স্বনির্ভর হচ্ছেন জেলার চাষিরা ।

    Today Kolkata :- চিরাচরিত ধান গম, পাট,  আলু চাষের পরিবর্তে অধিক মুনাফা লাভের আশায় বিকল্প চাষ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে ড্রাগন ফলের চাষ। মূলত একটা সময় পাশ্চাত্য দেশ মেক্সিকো, থাইল্যান্ড সহ অন্যান্য জায়গায় ড্রাগন ফলের চাষ হলেও এখন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ড্রাগণ ফলের যথেষ্ট চাহিদা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র বাজারে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments