More
    Homeঅনান্যসাতসকালে চোলাই এর  বিরুদ্ধে বড়সড়ো অভিযানে পুলিশ ও আবগারি দপ্তর।

    সাতসকালে চোলাই এর  বিরুদ্ধে বড়সড়ো অভিযানে পুলিশ ও আবগারি দপ্তর।

    পশ্চিম মেদিনীপুর, ঘাটাল:- পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে আজ সকাল থেকে ঘাটালের বেশ কয়েকটি চোলাই তৈরির ঠেকে অভিযান চলে। অভিযানে নেমে তিন চোলাই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। চোলাই তৈরীর কাঁচামাল নষ্ট সহ কয়েকশো লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয় অভিযানে। ঘাটাল থানার ইড়পালা হরিশপুর এলাকায় চলছিল অবৈধভাবে চোলাই তৈরি, আগে একাধিকবার সচেতন করা হয়েছে ওই সকল চোলাই কারবারিদের। কাজ না হওয়ায় আজ ওই এলাকাগুলিতে হঠাৎ অভিযান চালায় পুলিশ। অভিযানে ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী,পশ্চিম মেদিনীপুরের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুপ্রজিত হীরা সহ ঘাটাল থানার পুলিশ বাহিনী।

    সাতসকালে চোলাই এর  বিরুদ্ধে বড়সড়ো অভিযানে পুলিশ ও আবগারি দপ্তর।

    Sayani Ghosh “গণতন্ত্র এ সবার যেমন বাক স্বাধীনতা আছে” একথা জানান যুবনেত্রী সায়নী ঘোষ।

    MORE NEWS – বামফ্রন্ট ১০০ বছর পিছিয়ে দিয়েছে, আর এই সরকার একটা প্রজন্মকে পিছিয়ে দিলো, বুধবার বারাসতে এসে মন্তব্য অগ্নিমিত্রা পাল।

    বামফ্রন্ট ১০০ বছর পিছিয়ে দিয়েছে, আর এই সরকার একটা প্রজন্মকে পিছিয়ে দিলো,বুধবার বারাসতে এসে মন্তব্য অগ্নিমিত্রা পাল।বারাসত চাঁপাডালিতে বিজেপির আয়োজিত এক রক্তদান শিবিরে এসে রাজ্যসরকার কে রীতিমতো তুলোধুনো করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিনজন বিধায়কের লেটারহেডের সুপারিশ করতে দেখা ফেছে, এমনই তদ্য উঠে আসছে হাইকোর্ট তথ্য অনুযায়ী, এই বিষয়ে অগ্নিমিত্রা পাল জানান তিনিজনের নাম উঠে আসছে, আরও কারা কারা ভিতরে আছে, এবং এর উপরে কার আছে সব বেড়িয়ে আসবে, একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন, CONTINUE READING

    MORE NEWS – বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

    বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার নিমবাড়ি এলাকায়।মৃত ছাত্রীর নাম কল্পনা বর্মন বয়স (১৯)বছর।সে স্থানীয় মানিকড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।পরিবারে রয়েছে বাবা মন্টু বর্মন মা জোৎস্না বর্মন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো আজ সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে অন্যান্য দিনের মতো কাজ করছিলো। সেই সময় হঠাৎই ওই স্কুল ছাত্রীর ঘরের ভেতর থেকে একটা শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দ শোনা মাত্রই ছাত্রীর বাবা ও মা তড়িঘরি ছুটে যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments