More
    HomeখবরSayani Ghosh "গণতন্ত্র এ সবার যেমন বাক স্বাধীনতা আছে" একথা জানান যুবনেত্রী...

    Sayani Ghosh “গণতন্ত্র এ সবার যেমন বাক স্বাধীনতা আছে” একথা জানান যুবনেত্রী সায়নী ঘোষ।

    Today Kolkata:- গণতন্ত্র এ সবার যেমন বাক স্বাধীনতা আছে ঠিক তেমনি কারো কথা যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে সেটাও নিশ্চিত করতে হবে। বুধবার মেদিনীপুর প্রদ্যত স্মৃতি ভবনে ২১ জুলাই এর প্রস্তুতি সভায় একথা জানান যুবনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। মা কালী নিয়ে সাংসদ মহুয়া মৈত্রর করা মন্তব্যের প্রেক্ষিতে তিনি জানান , এটা ওনার মত এবিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এর পাশাপাশি জানান, জন প্রতিনিধি দের বেশ কিছু অনুশাসন মেনে চলা উচিত। এমন কিছু মন্তব্য করা উচিত নয় যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এদিনের সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান অজিত মাইতি, বিধায়করা।

    Sayani Ghosh “গণতন্ত্র এ সবার যেমন বাক স্বাধীনতা আছে” একথা জানান যুবনেত্রী সায়নী ঘোষ।

    সাধারণ মানুষের সুবিধার্তে সরিষা অঞ্চলে “এক ডাকে অভিষেক” সফল করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু হলো।

    MORE NEWS – স্কুল বিল্ডিং রয়েছে, রয়েছে পরিকাঠামো, নেই পড়ুয়া।

    ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌর এলাকায় (Paschim Medinipur Kharar), খড়ার সাঁতরা পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ১৯৭২ সালে স্থাপিত হয় এই প্রাথমিক বিদ্যালয়, প্রথমদিকে স্কুলের ছাত্র সংখ্যা ছিল অনেক, কিন্তু কয়েক বছর ধরে আস্তে আস্তে স্কুলের ছাত্র সংখ্যা তলানিতে ঠেকেছে। ৩ জন পড়ুয়া ও ২ জন শিক্ষক নিয়ে চলছে স্কুলের পঠন-পাঠন সাথে রয়েছে মিড ডে মিলের খাবার ব্যবস্থা। বর্তমানে পড়ুয়া সংখ্যা কমার জন্য স্কুলের প্রধান শিক্ষিকাকে দায়ী করছে এলাকার মানুষ। বুধবার স্কুল চত্বরে এসে অন্য ছবি দেখা গেল, CONTINUE READING

    MORE NEWS – ফুলবাড়ির মৃত টোটো চালকের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।

    ফুলবাড়ির মৃত টোটো চালকের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্বরা । বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিকের উপস্থিতে ওই পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী ও কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এছাড়া মৃতের মেয়েদের পড়াশোনার ব্যাপারে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। গত রবিবার রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলার টোটো চালক হাবিবর ইসলাম দেনার দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তার পরিবারে স্ত্রী ছাড়াও পাঁচ মেয়ে ও এক ছেলে সহ ৯ জন সদস্য। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments