More
    Homeখবরসুন্দরপুরে উদ্ধার হওয়া ড্রাম ভর্তি বোমা শুক্রবারের দিন নিষ্ক্রিয় করল পুলিশ।

    সুন্দরপুরে উদ্ধার হওয়া ড্রাম ভর্তি বোমা শুক্রবারের দিন নিষ্ক্রিয় করল পুলিশ।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর এলাকায় গতকাল ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ। শুক্রবার দিন সেই বোমা গুলো নিষ্ক্রিয় করল মুর্শিদাবাদ জেলা বোম ডিসপোজ স্কোয়াডের প্রতিনিধি দল। বড়ঞায় বোমা গুলি নিষ্ক্রিয় করার আগে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সুন্দরপুরে উদ্ধার, সুন্দরপুরে উদ্ধার

    সুন্দরপুরে উদ্ধার হওয়া ড্রাম ভর্তি বোমা শুক্রবারের দিন নিষ্ক্রিয় করল পুলিশ।

    MORE NEWS – পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব নেন কার্তিক ঘোষ ও সফিকুল ইসলাম ।

    মালদাঃ— বুধবার বিকালে পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব নেন কার্তিক ঘোষ ও সফিকুল ইসলাম। আর এই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের গঠন হওয়ার পরই দলের স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছাস তৈরি হয় । তৃণমূলের বোর্ড গঠন হওয়ার পর ব্যান্ডপার্টি বাজিয়ে রেলি করেন দলের কর্মী সমর্থকেরা। এদিন পুরাতন মালদা পুরসভার তৃণমূলের বোর্ড গঠনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন । ছিলেন দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃনালিনী মন্ডল মাইতি সহ অন্যান্যরা। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণের পরই তাদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন । CONTINUE READING

    MORE NEWS – বাংলাদেশে পঞ্চগড়ের করতোয়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসব শুরু হয়েছে।

    Today Kolkata:- বাংলাদেশে পঞ্চগড়ের করতোয়া নদীতে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসব শুরু হয়েছে। বোয়ালমারী এলাকায় বুধবার ভোরে স্নান শুরু করেন পুণ্যার্থীরা। করোনা মহামারির কারণে গত দুই বছর এই উৎসব হয়নি। এ বছর বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েক লাখ সনাতন ধর্মাবলম্বী ও সাধু সন্ন্যাসী এই উৎসবে যোগ দিয়েছেন। বাংলাদেশের উজান থেকে এই স্থানে এসে করতোয়া নদীটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত উত্তরদিকে প্রবাহিত হয়েছে। চৈত্র মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে এখানে সাত দিন ধরে পুণ্যস্নান চলে। সনাতন ধর্মাবলম্বীরা স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, কাঁচা আম, ডাব, কলাসহ নানা নৈবেদ্য অর্পণের মাধ্যমে স্নান শেষ করেন। দেহ-মন থেকে পাপমোচনের আশায় অনেকে চুল বিসর্জন দেন, করেন পূজা-অর্চনা । CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments