More
    Homeখবরহাওড়া লিলুয়া গোশালা বিধ্বংসী আগুন।

    হাওড়া লিলুয়া গোশালা বিধ্বংসী আগুন।

    Today Kolkata:- হাওড়া লিলুয়া গোশালা বিধ্বংসী আগুন প্রথমেই একটি দোকানে আগুন লাগে সেখানে ময়লা আবর্জনা ভর্তি ছিল। আগুন ছড়িয়ে পড়ে দোকানের পাশে দাঁড়িয়ে থাকা দুটি লরিতে দাও দাও করে জ্বলে যায় দাঁড়িয়ে থাকা লরি। ঘটনাস্থলের দমকলের দুটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে লিলুয়া থানা পুলিশ। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হঠাৎ করে কেন আগুন লাগল খতিয়ে দেখছে দমকল কর্মী এবং লিলুয়া থানা পুলিশ।

    হাওড়া লিলুয়া গোশালা বিধ্বংসী আগুন।

    MORE NEWS – জন্মদিনে ছাতা প্রদানের মাধ্যমে প্রখর রৌদ্র এবং বৃষ্টির হাত থেকে বিশেষভাবে সক্ষমদের রক্ষা করার উদ্যোগ সমাজকর্মীর।

    নদীয়া:- গ্রীষ্মের প্রখর রৌদ্র এবং বর্ষার সূচনা লগ্নে কুড়িজন বিশেষভাবে সক্ষমদের সুরক্ষা ছাতা প্রদান কল্যাণী শান্তিপুরের সমাজকর্মী বিশ্বজিৎ রায়। তার দুই কন্যা এবং স্ত্রী প্রত্যেকের জন্মদিনের এবং তাদের বিবাহ বার্ষিকী এছাড়াও বাড়ির যে কোন অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে তিনি কিছুটা ভিন্ন ধরনের চিন্তাভাবনা করেন। কখনো দুস্থদের বস্ত্র আহারাদি দিয়ে সহযোগিতা কখনোবা প্রচন্ড শীতে নৈশপ্রহরীদের কম্বল দিয়ে। এবারে তার 39 তম জন্মদিন, তার এবারের আত্মোপলব্ধি বিশেষভাবে সক্ষম যারা মূলত টাই সাইকেল চালিয়ে চলাফেরা করেন, তাদের এক হাত থাকে চেনের মাধ্যমে চাকা ঘোরানোর জন্য অন্যটি ডানদিক বাঁদিক যাওয়ার হ্যান্ডেলে। দুহাত গাড়ি চালানোর কাজে ব্যস্ত থাকার কারণে স্বভাবতই গ্রীষ্ম এবং বর্ষায় মাথার উপর ছাতি ধরার কোনো উপায় থাকেনা। CONTINUE READING

    MORE NEWS – ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো ছয়টি পরিবারের সর্বস্ব।

    মালদাঃ- প্রতিবেশী বাড়ির গোয়াল ঘর থেকে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো ছয়টি পরিবারের সর্বস্ব। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে। উল্লেখ্য প্রতিবেশী জাকির হোসেন গোয়াল ঘর থেকে আগুনের উৎপত্তি হয়ে ভস্মিভূত হলো আব্দুল রহমান, আতাউর রহমান, সাত্তার আলী, রবিউল ইসলাম, মর্জিনা বিবি সহ জাকির হোসেনের বাড়ি। বাড়িতে মজুত রাখা প্রায় নগদ আট লক্ষ টাকা সমস্ত আসবাবপত্র, খাদ্যসামগ্রী থেকে একটি মটরবাইক পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। রাত্রি এক টা নাগাদ আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন একজন জন ব্যাক্তি, তিনি বর্তমানে চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে গরু, ছাগল, মুরগি, হাস। মোট প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments