More
    Homeখবরহুগলীর ভদ্রেশ্বর কবি সুকান্ত মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য পরীক্ষার ও...

    হুগলীর ভদ্রেশ্বর কবি সুকান্ত মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য পরীক্ষার ও রক্তদান শিবির।

    Today Kolkata:- হুগলীর ভদ্রেশর কবি সুকান্ত মহাবিদ্যালয় ও রাস্ট্রিয় সেবা সংস্থার পক্ষ থেকে এক রক্ত দান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো সুকান্ত কলেজ প্রাঙ্গণে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ছাত্রছাত্রীদের ভিড় ছিল লক্ষ্যনীয়। দীর্ঘদিন করোনা আবহে ছাত্রছাত্রীদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল তা কাটিয়ে এবার পুরাতন আবহে ফিরে আসার সংকল্প গ্রহণ করলো কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার কলেজে রক্তদান শিবির, স্বাস্হ্য পরীক্ষা এবং থ্যালাসেমিয়া নির্ণয় প্রভৃতি সেবামূলক কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল এই কর্মসূচি। সবচেয়ে আনন্দের কলেজের কিছু ছাত্রছাত্রী মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন বলে আলোয় ফেরা সংগঠন থেকে জানা গেছে। এই শিবিরকে সফলতা আনতে চুচুঁড়া আলোয় ফেরা, হুগলী জেলা ব্লাড ডোনেশন সোসাইটি এবং চরক সংগঠন বিশেষভাবে সহযোগিতা করে। এই কাজকে উৎসাহিত করতে চিকিৎসক বিপ্লবেন্দু তালুকদার, ডঃ উদয় কুমার পাল, চিকিৎসক ভোলানাথ মান্না, অধ্যক্ষ ডঃ সালাউদ্দিন খান এবং কলেজের শিক্ষক- শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ বিশিষ্ট জনেরা উপস্হিত ছিলেন। হুগলীর ভদ্রেশ্বর,হুগলীর ভদ্রেশ্বর

    হুগলীর ভদ্রেশ্বর কবি সুকান্ত মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য পরীক্ষার ও রক্তদান শিবির।

    MORE NEWS – নেতড়াতে ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তি।

    Today Kolkata:- ষষ্ঠ শ্রেণির নাবালিকা ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী ১ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার নেতড়ার উত্তর শেওড়দাহ এলাকার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেতড়ার উত্তর শেওড়দাহর বাসীন্দা এমাদুল আখন (৪৫) পেশায় ফেরির কাজ করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ১ নাবালিকাকে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি ঘটনার খবর ওই নাবালিকা যাতে কাউকে না বলে সেজন্যই এমাদুল আখন ওই নাবালিকাকে বিভিন্নভাবে ভয় দেখায় বলে অভিযোগ। এভাবেই একাধিকবার নাবালিকাকে যৌন নির্যাতন করতো প্রতিবেশী এমাদুল আখন। CONTINUE READING

    700 বছরের পুরনো রীতি মেনে মড়ার খুলি নিয়ে নাচ আজও অব্যাহত কান্দির গাজন উৎসবে।

    মহিলাকে গণধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য গায়ে কেরোসিন দিয়ে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য নামখানার দ্বিতীয় ঘেরি এলাকায়।

    সমস্যার সমাধানে ভারত প্রকৃত বন্ধুর মতই শ্রীলঙ্কার পাশে এসে দাঁড়িয়েছে।

    ২০৪ তম বর্ষে পদার্পণ করলো পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল রাজবাড়ি রথযাত্রা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments