More
    Homeখবর৪০ হাজার দিলে মিলবে দ্বিগুন অর্থের ইমারতি দ্রব্য, পরে ফাঁস আসল পর্দা...

    ৪০ হাজার দিলে মিলবে দ্বিগুন অর্থের ইমারতি দ্রব্য, পরে ফাঁস আসল পর্দা কাকদ্বীপে গ্রেপ্তার প্রতারক।

    Today Kolkata:- কাকদ্বীপ থানার কাশিনগরের এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর নামে অফিস করে কোটি কোটি টাকা প্রতারণা করে অরিন্দম পন্ডা নামে এক যুবক।14 থেকে 15 হাজার মানুষের সঙ্গে প্রতারণা করে। আর এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত ছিল বহু শিক্ষক পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সদস্য এলাকার প্রধান উপপ্রধান। আর এই অভিযোগ পাওয়ার পর দমদম এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি নির্দেশে কাকদ্বীপ এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি নেতৃত্বে স্পেশাল পুলিশ ফোর্স। ওই ব্যক্তিকে আজ কাকদ্বীপ ফৌজদারি আদালতে তোলা হবে। সাগর কাকদ্বীপ নামখানা সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এজেন্টের মাধ্যমে কোটি কোটি টাকা তোলে। এই কাকদ্বীপ এলাকার অরিন্দম পন্ডা নামে এক যুবক 80 হাজার টাকার বিনিময়ে দু’লাখ টাকার বিল্ডিং মেটারিয়ালস দেওয়ার প্রতিশ্রুতি দেন। ৪০ হাজার দিলে,৪০ হাজার দিলে

    প্রথমে মাদকের নেশা এবং জুয়া খেলার মত কয়েকজন ব্যক্তি কে কিছু টাকার বিনিময়ে মাল দেন। সেই আশায় বহু মানুষ জমিজমা বন্ধক দিয়ে মহিলাদের গায়ের গহনা বন্ধক দিয়ে টাকা তুলে দিয়েছিল অরিন্দম পান্ডার হাতে। দীর্ঘদিন ধরে অরিন্দম বিরুদ্ধে অভিযোগ থাকার পর পুলিশ সুপারের নির্দেশে যখন তার সন্ধানে বিভিন্ন জায়গায় হেন্য খুঁজছিলেন। পুলিশের ভয়ে তখন সে রাজ্যের বাইরে গা-ঢাকা দিয়ে ছিল। পুলিশ সূত্রে খবর ছিল গতকাল দমদম বিমানবন্দরে নামতে পারেন অরিন্দম পান্ডা। সেই মত অবস্থায় সাদা পোশাকের পুলিশ বিমানবন্দর এলাকায় ছেয়েছিল। নামা মাত্রই তাকে গ্রেপ্তার করে আনা হয়। কাকদ্বীপে তাকে জিজ্ঞাসা করে এই প্রতারণা চক্রের সঙ্গে কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।

    ৪০ হাজার দিলে মিলবে দ্বিগুন অর্থের ইমারতি দ্রব্য, পরে ফাঁস আসল পর্দা কাকদ্বীপে গ্রেপ্তার প্রতারক।

    MORE NEWS – হোটেল সম্প্রসারণের জন্য বস্তি দখলের চেষ্টা, বিদ্যুৎ, পানীয়জল বন্ধ করে বস্তিবাসীকে হেনস্থার অভিযোগ।

    Today Kolkata:- সমুদ্রের একেবারে গায়েই হোটেল। কিন্তু সামনের বস্তির জন্য লোকসানে চলছে কারবার। তাই হোটেল সম্প্রসারণের কাজ শুরু করেছেন হোটেল মালিক। আর তার জন্য সামনের বস্তির ওপর নজর পড়েছে তার। বস্তির মালিকানা দাবি করে বস্তির দখল নিতে চাইছেন তিনি। কিন্তু স্থানীয় প্রতিরোধের কারণে এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি বস্তি দখল। তবে তার জন্য চেষ্টা থেমে নেই হোটেল মালিকের।নানা ভাবে বস্তিবাসীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, পানীয় জল সরবারহ বন্ধ করে বস্তিবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে অভিযুক্ত হোটেল মালিক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments