More
    Homeপশ্চিমবঙ্গ‘‌যতটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তার চেয়ে দ্বিগুণ প্রস্তুতি নিন’‌, ইয়াস নিয়ে...

    ‘‌যতটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তার চেয়ে দ্বিগুণ প্রস্তুতি নিন’‌, ইয়াস নিয়ে সতর্ক করলেন NDRF প্রধান

    ‘‌যতটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তার চেয়ে দ্বিগুণ প্রস্তুতি নিন।’‌ ইয়াস নিয়ে রাজ্যকে স্পষ্ট ভাষায় সতর্ক করলেন এনডিআরএফের ডিরেক্টর জেনারেল এনএস প্রধান। ‌ইয়াসকে হালকা ভাবে নিতে নারাজ এনডিআরএফের প্রধান। রবিবার তিনি সংবাদ সংস্থা পিটিআইযের এক সাক্ষাতকারে বলেন, ‘‌ সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুত থাকুন। ইয়াসের হাত থেকে বাঁচতে আরও বেশি করে প্রস্তুত থাকার দরকার আছে।’‌ তিনি আরও বলেন, ‘‌ এনডিআরএফের ১২টি দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে। প্রত্যেকটি দলে ৪৭ জন করে প্রশিক্ষিত জওয়ার রয়েছেন। তাঁদের প্রত্যেকের কাছে গাছ-ইলেকট্রিক পোল কাটার যন্ত্র, যোগাযোগের গ্যাজেট ছাড়াও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম মজুত করা রয়েছে।’‌তিনি বলেন, ‘‌দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যা শিখেছি সেটা হল, যতটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তার চেয়ে দ্বিগুণ প্রস্তুতি নিয়ে রাখা ভাল। কারণ, এটা প্রকৃতির খেলা,  যে কোনও সময় মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যেখানে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিবেগে হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে, সেখানে অতি প্রবল ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার দরকার আছে আমাদের।’‌

    এনডিআরএফের ডিজির আরও বক্তব্য, যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে, সেখানকার জেলাশাসকদের আমি জানাতে চাই যে, যে জায়গাগুলোতে সামান্যতমও প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানকার লোকজনকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যান। বিপজ্জনক এলাকা থেকে সময়মতো মানুষকে বের করে নিয়ে যেতে পারলেই, অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়। আর এখন যা পরিস্থিতি তাতে বাড়তি প্রস্তুতি নেওয়ার অত্যান্ত প্রয়োজনীয়তা রয়েছে।’‌

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments