More
    Homeকলকাতাআকাশে আচমকা অদ্ভুত আলো ! আসলেই কি ? জল্পনা তুঙ্গে।

    আকাশে আচমকা অদ্ভুত আলো ! আসলেই কি ? জল্পনা তুঙ্গে।

    Today Kolkata:- কলকাতা থেকে জেলা, বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে আচমকা দেখা গেল অদ্ভুত আলো। তা ঘিরেই ঘনাচ্ছে রহস্য। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশের পূর্ব দিকে দেখা গিয়েছে ওই আলো। আসলে আলোটি কি ? যাকে ঘিরে তৈরি হয় যাবতীয় জল্পনা।

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর , ভারত আজ ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক সক্ষম অগ্নি ৫ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে , যা অত্যন্ত উচ্চ মাত্রার নির্ভুলতার সাথে ৫৫০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

    ক্ষেপণাস্ত্রে নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম যাচাই করার জন্য পরীক্ষাটি করা হয়েছিল, যা এখন আগের চেয়ে হালকা। প্রয়োজনে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়ানোর ক্ষমতা প্রমাণ করেছে এই ট্রায়াল , জানিয়েছে প্রতিরক্ষা সূত্র।  ওই আলো মিনিট খানেক স্থায়ী ছিল আকাশে। তা দেখতে ছিল কিছুটা সার্চলাইটের মতো। বাঁকুড়া, দুই মেদিনীপুর , দুই ২৪ পরগনা , হাওড়া , হুগলি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ওই আলোটিকে দেখা যায়।

    আকাশে আচমকা অদ্ভুত আলো ! আসলেই কি ? জল্পনা তুঙ্গে।

    Flim Festival ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে আজ চাঁদের হাট! থাকছেন অমিতাভ-শাহরুখ-অরিজিৎ-সৌরভরা।

    আবাস যোজনা নিয়ে বড় আপডেট, ১৫ শতাংশ বা তার কম নাম বাদ পড়া গ্রামের তালিকা ফের যাচাই সমীক্ষার।

    শেষবার স্বামীকে দেখেনে’, লালনের স্ত্রীকে সোমবার হুমকি ও ৫০ লাখ টাকা চায় সিবিআই! দাবি পরিবারের।

    পাঠান ছবির জন্য শাহরুখের পারিশ্রমিক কত জানেন? শুনে অবাক হবেন।

    MORE NEWS – সরানো হচ্ছে পর্যটকদের , তাওয়াং সংঘর্ষের পরে সীমান্তে তৎপর ভারতীয় বায়ুসেনা

    ওয়াং সংঘর্ষের পরেই চিন সীমান্তে মহড়া শুরু করেছিল ভারতীয় বায়ুসেনা। একাধিক বায়ুসেনাকে ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়। সুখোই, রাফালের মতো যুদ্ধবিমান মোতায়েন করা হয় চিন সীমান্তে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর মহড়ার মাত্রা বাড়িয়ে দেয় বায়ুসেনা। তাওয়াং এলাকা থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে বৃহস্পতিবার বায়ুসেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এই মহড়ার সঙ্গে তাওয়াং সংঘর্ষের কোনও যোগ নেই। শুধু সীমান্তে মহড়াই নয়, অসমের তেজপুর, ছাবুয়ায় সুখোই-৩০ বিমান মোতায়েন করা হয়। গোটা অসম সীমান্তেই মোতায়েন S-400। ২০২১ সালে ফ্রান্স থেকে ভারতে আসা রাফালে বিমানের মধ্যে দ্বিতীয় স্কোয়াড্রনটি রাখার কথা ছিল উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ছাউনিতে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments