More
    Homeঅনান্যAir Office এবার কি শীত রেকর্ড গড়বে বাংলায়? পূর্বাভাসে যা জানাল হাওয়া...

    Air Office এবার কি শীত রেকর্ড গড়বে বাংলায়? পূর্বাভাসে যা জানাল হাওয়া অফিস।

    Today Kolkata:- Air Office রাজ্যজুড়ে কয়েক মাস নাজেহাল পরিস্থিতি তৈরি করে রেখেছিল বৃষ্টি। তেমন দাপট দেখাতে না পারলেও পুজোতেও হাজির ছিল রাবণ বৃষ্টি। তবে পুজো মিটতেই শুরু হয়েছে পারদ পতন। ইতিমধ্যেই জেলায় জেলায় শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে । গত ১০ বছরের রেকর্ড ভেঙে কলকাতায় শীতলতম অক্টোবরের শেষেই। এসি চালানোর দিন শেষ! ফ্যান বন্ধ, গায়ে চাদর টেনে নেওয়া সকাল জানান দিচ্ছে হাজির হেমন্ত। আগামী কয়েক দিনও তাপমাত্রা একই থাকবে। সকালের দিকে মনোরম আবহাওয়া। উপকূলের কাছাকাছি ও পার্বত্য এলাকায় শিশির বা কুয়াশা হতে পারে। বৃষ্টি গুডবাই। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ বছর শীতের শুরুতেই পারদের এত পতন দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, এ বছর কি তবে রেকর্ড পারদ পতন হতে চলেছে কলকাতায়?

    Weather update Cold amaze শহরের তাপমাত্রার পতন, তবে কি শীত হাজির ?

    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে শহরে তাপমাত্রার পারদ কমছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে রিটার্ন মনসুন বা উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির পড়তে পারে। বেলা বাড়লে আবহাওয়ার পরিবর্তন হবে। কিছুটা অস্বস্তি বাড়বে। আপাতত আগামী চার-পাঁচ দিন পশ্চিমবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। শুষ্ক আবহাওয়া শীতের আসার বার্তা বয়ে এনেছে রাজ্যে। রবিবার কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ। আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

    Air Office এবার কি শীত রেকর্ড গড়বে বাংলায়? পূর্বাভাসে যা জানাল হাওয়া অফিস।

    MORE NEWS – গ্রুপবাজি’ চলবে না! এজলাস থেকেই কর্মীদের বার্তা কেষ্টর।

    জেলে থাকলেও দাপট এখনও এতটুকু কমেনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আর তাই ‘গ্রুপবাজি’ চলবে না’ বলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা– কর্মীদের বার্তা দিয়ে হুঙ্কার ছাড়েন বীরভূম দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অভিযুক্ত বলে অনুব্রত ওরফে কেষ্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে সংশোধনাগারে রয়েছেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments