More
    HomeখবরDuare Sarkar Camp ফের 'দুয়ারে সরকার' ক্যাম্প, শ্বেতপত্রের দাবি সুকান্তর।

    Duare Sarkar Camp ফের ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, শ্বেতপত্রের দাবি সুকান্তর।

    Today Kolkata:- Duare Sarkar Camp পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এবার এই প্রকল্পের মাধ্যমে আরও দুটি নয়া পরিষেবা মিলবে। তবে “শাসক দলের দুর্নীতি যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে সরকারের ওপর আস্থা হারিয়েছে বাংলার মানুষ। তাই নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প না করে তার আগে সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক দুয়ারে সরকার ক্যাম্পে কতজন মানুষ বিভিন্ন প্রকল্পে আবেদন করেছিলেন আর কতজন মানুষ তার সুফল পেয়েছেন?’ দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে এভাবেই এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যবাসীর মন জয় করতে দুয়ারে সরকার কর্মসূচিকে আরও ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই অনুমান রাজনৈতিক মহলের একাংশের। এ  প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকারি সব ক্ষেত্রে টাকা না দিলে কোনও কাজ হয় না।

    তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা দিলেই সব মুশকিল আসান। আগামী ১ নভেম্বর রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্প। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে নবান্ন। নবান্ন সূত্রের খবর, জমির পাট্টার জন্য আবেদন পত্র ও বিদ্যুতের নতুন সংযোগ এবং বিদ্যুতের পুরনো বকেয়া মেটানো- এই দু’টি পরিষেবাও যুক্ত হতে চলেছে দুয়ারে সরকার প্রকল্পে। এ বছর ভ্রাম্যমাণ সমাধান প্রকল্পে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে খবর। সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে প্রত্যন্ত এলাকাগুলিতেও সরকারি পরিষেবা যথাসম্ভব বেশি করে পৌঁছে দেওয়াই লক্ষ্য৷ তবে শিবির শুরুর আগে ‘দুয়ারে সরকার’ প্রসঙ্গে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন সুকান্ত।

    Duare Sarkar Camp ফের ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, শ্বেতপত্রের দাবি সুকান্তর।

    MORE NEWS – পুলিশের জন্য এক জাতি, এক ইউনিফর্ম-এর প্রস্তাব মোদীর।

    সারা দেশের পুলিশ ফোর্সকে এক ছাতার তলায় আনতে অভিনব এক প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের পুলিশকে এক ও অভিন্ন বোঝাতে একই পোশাক ব্যবহার করা যেতে পারে। এই পরামর্শই দিয়েছেন মোদী। শুক্রবার হরিয়ানার সুরজকুণ্ডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আয়োজিত দুই দিনের ‘চিন্তন শিবির’-রের আয়োজন করা হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments