More
    Homeঅনান্যPolice uniform পুলিশের জন্য এক জাতি, এক ইউনিফর্ম-এর প্রস্তাব মোদীর।

    Police uniform পুলিশের জন্য এক জাতি, এক ইউনিফর্ম-এর প্রস্তাব মোদীর।

    Today Kolkata:- Police uniform সারা দেশের পুলিশ ফোর্সকে এক ছাতার তলায় আনতে অভিনব এক প্রস্তাব রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের পুলিশকে এক ও অভিন্ন বোঝাতে একই পোশাক ব্যবহার করা যেতে পারে। এই পরামর্শই দিয়েছেন মোদী। শুক্রবার হরিয়ানার সুরজকুণ্ডে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আয়োজিত দুই দিনের ‘চিন্তন শিবির’-রের আয়োজন করা হয়। শিবিরে ভাষণ দিতে গিয়ে এই প্রস্তাব রাখেন তিনি। প্রধানমন্ত্রী জানান, আইনশৃঙ্খলার বিষয়টি এখন শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সব রাজ্যকে একসঙ্গে কাজ করা উচিত।

    Jalpaiguri Medical College and Hospital চালু’ মেডিক্যাল কলেজ উদ্বোধন করতে চলেছেন মোদী।

    অপরাধ এবং অপরাধীদের মোকাবিলায় রাজ্যগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতারও পরামর্শ দিয়েছেন। তবে তিনি এও বলেছেন, এক রাষ্ট্র, এক উর্দির পরামর্শটি শুধুই একটি পরামর্শ৷ তিনি এই সিদ্ধান্ত রাজ্যগুলোর ওপর চাপিয়ে দিতে পারেন না বলেও জানিয়েছেন। তিনি মনে করেন সারাদেশে পুলিশের পরিচয় অভিন্ন হতে পারে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। মোদীকে মহান দেশপ্রেমিক বলে ভূয়সি প্রশংসা করেন পুতিন।

    Police uniform পুলিশের জন্য এক জাতি, এক ইউনিফর্ম-এর প্রস্তাব মোদীর।

    Kuchlibari Milan mela মিলন মেলায় সাক্ষী কাঁটাতার! আবেগে ভাসল কুচলিবাড়ি সীমান্ত।

    Suvendu Adhikari & Mamata Banerjee চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর।

    MORE NEWS – দুর্নীতিতে সামিল না হলেই অপসারণ করতেন পার্থ : সিবিআই

    এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনছে সিবিআই। সম্প্রতি এসএসসি গ্রুপ সি নিয়োগ নিয়ে চার্জশিট পেশ করেছে সিবিআই। চার্জশিটে এই কাণ্ডে কার্যত ‘মাস্টারমাইন্ড’ বলে উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আলিপুর কোর্টে পার্থ সহ ১৬ জনের নামে চার্জশিটে জমা দেওয়া হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, CONTINUE READING

    MORE NEWS – ট্যুইটার কিনলেন এলন মাস্ক, বরখাস্ত সিইও এবং সিএফও।

    অবশেষে ট্যুইটার (Twitter) কিনে নিলেন টেসলার সিইও এলন মাস্ক। সংস্থার দায়িত্ব নিয়েই উচ্চপদস্থ কর্মীদের ছাঁটাই শুরু করলেন মার্কিন এই ধনকুবের। তিনি ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই আপাতত সিইও পরাগ আগরওয়াল এবং ফিনান্স প্রধান নেড সেগাল কোম্পানির সান ফ্রান্সিসকো সদর দফতর ছেড়ে গিয়েছেন। সূত্রের খবর, তাঁদের ফিরে আসার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments