More
    HomeখবরCBI vs Partha Chatterjee দুর্নীতিতে সামিল না হলেই অপসারণ করতেন পার্থ :...

    CBI vs Partha Chatterjee দুর্নীতিতে সামিল না হলেই অপসারণ করতেন পার্থ : সিবিআই

    Today Kolkata:- CBI vs Partha Chatterjee এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনছে সিবিআই। সম্প্রতি এসএসসি গ্রুপ সি নিয়োগ নিয়ে চার্জশিট পেশ করেছে সিবিআই। চার্জশিটে এই কাণ্ডে কার্যত ‘মাস্টারমাইন্ড’ বলে উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আলিপুর কোর্টে পার্থ সহ ১৬ জনের নামে চার্জশিটে জমা দেওয়া হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, নিয়োগে বেনিয়মের পথ সুগম করতেই উপদেষ্টা করা হয় এসপি সিনহাকে। আমলা না হওয়া সত্ত্বেও, এসএসসি-র সচিব হিসেবে নিয়োগ করা হয় অশোক সাহাকে। এসএসসি আইন সংশোধন না করেই চলে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ সংক্রান্ত রেকমেন্ডেশন লেটারে স্ক্যানড সই ব্যবহার নিজের ওএসডি-র মাধ্যমে চাকরি প্রার্থীদের তালিকা পাঠাতেন পার্থ।

    Presidency Jail to Partho জেলের পুজোতেও অনুমতি মিলল না পার্থর।

    Partha Chatterjee বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।

    একের পর এক এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে সিবিআইয়ের চার্জশিটে। শুধু তাই নয়, এও উল্লেখ করা হয়েছে, নিয়োগের প্রতি ধাপে বছরের পর বছর শিক্ষা দফতরের প্রায় সব পদে নিজের খাস লোকদের বসিয়েছেন তিনি। কেউ বাধা হয়ে দাঁড়ালে, তাঁকে সরিয়ে দিতেও পিছপা হতেন না তিনি। অর্থাৎ, নিয়োগ দুর্নীতিতে যুক্তদের সুবিধা করে দিতে বহু আধিকারিককে তাঁদের পদ থেকে সরিয়েও দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে সিবিআই জানিয়েছে, দুর্নীতিতে সামিল হতে না চাওয়ায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে সরিয়ে দেন পার্থ। সরানো হয় এসএসসির প্রোগ্রামিং অফিসার পর্ণা ঘোষকে। সরতে হয়েছে এসএসসির সেন্ট্রাল কমিশনের চেয়ারপার্সন শর্মিলা মিত্রকে। এভাবে বছরের পর বছর চাকরি বিক্রির বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি।

    CBI vs Partha Chatterjee দুর্নীতিতে সামিল না হলেই অপসারণ করতেন পার্থ : সিবিআই

    MORE NEWS – কাটমারি নিয়ে বিতর্কিত মন্তব্য, বড়ঞা থানার ওসিকে শোকজ।

    সরকারি কাজের প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়লেন বড়ঞা থানার (Bargarh Thana) ওসি সন্দীপ সেন। তাঁকে শোকজ করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার। ‘প্রকাশ্যে কেন এই ধরনের মন্তব্য?’, এই প্রশ্ন তুলেই সন্দীপ সেনের জবাব তলব করেছেন এসপি। এ বিষয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার জানান, উনি কেন এই ধরনের মন্তব্য করেছেন তার জবাব চাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। এরপরই বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে ওসিকে নোটিশ দেওয়া হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments