More
    Homeঅনান্যAnubrata Mandal vs Shatabdi Roy অনুব্রতের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে সাক্ষ্য দিয়েছেন? যা...

    Anubrata Mandal vs Shatabdi Roy অনুব্রতের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে সাক্ষ্য দিয়েছেন? যা বললেন শতাব্দীর।

    Today Kolkata: Anubrata Mandal vs Shatabdi Roy বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বড় করে সভা করেছিলেন এলাকার সাংসদ শতাব্দী রায়। সেই সভায় কর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘অনুব্রতের পাশে থাকতে হবে সবাইকে।’ সিবিআইয়ের অবশ্য দাবি, বাস্তবে উল্টোটাই করেছেন শতাব্দী। গরু পাচার মামলায় ধৃত অনুব্রতের বিরুদ্ধে তিনিই নাকি সাক্ষী দিয়েছেন। এই নিয়ে কয়েক দিন ধরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
    এদিকে সিবিআইয়ের এই দাবি অস্বীকার করে শুক্রবার বোলপুর থেকে শতাব্দী জানিয়েছেন, দলের জেলা সভাপতির বিরুদ্ধে এই ধরনের কোনও সাক্ষীই তিনি দেননি। গরু পাচার-কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এমনটাই উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

    Shatabdi Roy vs Anubrata Mondal অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী।

    জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত চার্জশিটে অনুব্রতের বিরুদ্ধে ৯৫ জনকে সাক্ষী করা হয়েছে। তার ৪৬ নম্বরে নাম রয়েছে শতাব্দীর। শতাব্দীর বয়ানও নাকি রেকর্ড করা হয়েছে। অন্য দিকে, অনুব্রত এবং শতাব্দীর ‘সুসম্পর্কের’ কথা সর্বজনবিদিত। স্বাভাবিকভাবেই সাক্ষী দেওয়ার কথা ছড়াতেই জল্পনা তুঙ্গে ওঠে। তবে যাবতীয় জল্পনায় জল ঢাললেন শতাব্দী। শতাব্দী বলেন, ‘‘আমি সাক্ষ্য দিতে যাব কেন? ওরা মহাভারত রচনা করছে করুক না। আমার তো মজা লাগছে শুনতে।’’

    Anubrata Mandal vs Shatabdi Roy অনুব্রতের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে সাক্ষ্য দিয়েছেন? যা বললেন শতাব্দীর।

    MORE NEWS – মালবাজার সফরে মুখ্যমন্ত্রী, দেখা করতে পারেন হড়পা বানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে।

    সম্প্রতি উত্তরবঙ্গের মালবাজারের মাল নদীতে বিজয় দশমীর দিন ঘটে গেছে বিপর্যয়। ওই দুর্ঘটনার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয়ের অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, চলতি মাসের ১৭ অক্টোবর মালবাজার সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালবাজার পৌঁছে ওই বিপর্যয়ে আহতদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গেও কথা বলতে পারেন বলে খবর। এরপর ১৮ অক্টোবর মালবাজারে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments