More
    HomeখবরAnubrata Mondal গরু, কয়লা পাচারকাণ্ডে যোগ ! এবার আরও বড় দুর্নীতিতে নাম...

    Anubrata Mondal গরু, কয়লা পাচারকাণ্ডে যোগ ! এবার আরও বড় দুর্নীতিতে নাম অনুব্রত মণ্ডলের ?

    Today Kolkata:- গরু পাচারকাণ্ডে যোগ ! এবার আরও বড় দুর্নীতিতে নাম অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ? গরু পাচার, কয়লা পাচারের পর এবার কি নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে যাবে অনুব্রত মণ্ডলের নাম ?

    সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রোমোটার প্রযোজক অয়ন শীল (Ayan Shil)। তার গ্রেফতারির পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসেছে ইডির হাতে। শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভার নিয়োগেও আবাধে দুর্নীতি করে বেড়িয়েছেন এই অয়ন। এবার সেই দুর্নীতিতে অয়ন অনুব্রত যোগের সম্ভাবনা রয়েছে বলে ইডি সূত্রে খবর।

    Anubrata Mondal গরু, কয়লা পাচারকাণ্ডে যোগ ! এবার আরও বড় দুর্নীতিতে নাম অনুব্রত মণ্ডলের ?

    Anubrata Mondal গরু, কয়লা পাচারকাণ্ডে যোগ ! এবার আরও বড় দুর্নীতিতে নাম অনুব্রত মণ্ডলের ?

    নিয়োগ দুর্নীতির যে তথ্য ইডির হাতে উঠে এসেছে , সেখানে জানা গিয়েছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত অয়ন শীলের (Ayan Shil) সংস্থা। অয়নকে জিজ্ঞাসাবাদ করেও বহু তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই ইডি জানতে পেরেছে, বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে অয়নের একটি চেন কাজ করত। বেশ কয়েকজন ‘মিডলম্যান’ তাতে কাজ করতেন। ইডি (Enforcement Directorate) সূত্রের দাবি, অয়নের সংস্থাকে বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়ার পিছনে বীরভূমের এক তৃণমূল নেতার নাম উঠে আসছে। সেই নেতা অনুব্রত-ঘনিষ্ঠ বলেও জানতে পেরেছে ইডি।

    সূত্রের দাবি, কেষ্ট ঘনিষ্ঠ ওই নেতা বিভিন্ন পুরসভার কর্তৃপক্ষকে চাপ দিতেন অয়নের সংস্থাকে দিয়ে কর্মী নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য। সূত্রের দাবি, এখানেই শেষ নয়। কর্তৃপক্ষ তাতে রাজি না হলে সেই নেতা ফোনে ধরিয়ে দিতেন রাজ্যের প্রভাবশালী এক মন্ত্রীকে। সেসব মধ্যস্থতাকারীদেরও খোঁজ চালাচ্ছে ইডি।

    Anubrata Mondal গরু, কয়লা পাচারকাণ্ডে যোগ ! এবার আরও বড় দুর্নীতিতে নাম অনুব্রত মণ্ডলের ?

    Suvendu Adhikari ‘‘আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরুদ্ধে। হাঁপিয়ে গিয়েছেন।“ : শুভেন্দু

    Mahammad Ali গরু পাচারকাণ্ডে যোগ! ইডির ডাকে নথি সহ সিউড়ি থানার আইসির দিল্লি যাত্রা।

    MORE NEWS – কিছু এমন গ্রহাণু রয়েছে, যেগুলি এই পৃথিবীতে এলে রাতারাতি বড়লোক মানবজাতি !

    গ্রহাণু (Asteroid ) শব্দটা শুনলেই যেন অনেকের ভ্রুকুঞ্চিত হয়। অনেকেই ভাবতে থাকেন, মহাকাশ থেকে আসা এমন এক বিরাট পাথরের চাঁই যা পৃথিবীতে পড়লে বড়সড় কিছু ঘটতে পারে। পৃথিবীতে একদিন তো গ্রহাণু নেমে আসার ফলেই ডাইনোসররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। গ্রহাণু (Asteroid ) সম্পর্কে মানুষের ধারণাটাই এমন যে, কেউ ভাবতে পারেন না এই স্পেস রক মানবজাতির ভালও করতে পারে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments