More
    HomeখবরArpita & Partha অর্পিতার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্থকে জেরা, মিলতে পারে আরও...

    Arpita & Partha অর্পিতার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্থকে জেরা, মিলতে পারে আরও সম্পত্তির খোঁজ।

    Today Kolkata:- এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার (Arpita & Partha) পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি কোথায় কত রয়েছে? এ নিয়ে দফায় দফায় চলছে জেরা। যাবতীয় তথ্য জানতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জেলে গিয়েই ম্যারাথন জেরা শুরু করেছে। মঙ্গলবার পার্থ-ঘনিষ্ঠ অর্পিতাকে জেরা করেছিল ইডি। বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, জেরায় পার্থর সঙ্গে যৌথ সম্পত্তির কথা জানিয়েছেন অর্পিতা। সেই বয়ানের ভিত্তিতেই পাঁচঘণ্টা জেরা করা হয় পার্থকে। ঠিক কী প্রশ্ন করা হয় পার্থকে?জানা যায়, বুধবার তিন জন ইডি আধিকারিক গিয়েছিলেন প্রেসিডেন্সি জেলে। অর্পিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এদিন পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয় বিপুল নগদ টাকার উৎস কী? কারা জড়িত রয়েছে?

    Arpita & Partha অর্পিতার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্থকে জেরা, মিলতে পারে আরও সম্পত্তির খোঁজ।

    Ex Education Minister রাত কাটালেন কমোডের ওপর বসে, অবশেষে জেলে খাট পেলেন পার্থ৷

    পার্থকে জেরা করে নতুন কোনও তথ্য হাতে আসে কিনা, সেটাই এখন দেখার। সূত্রের খবর, এসএসসি দুর্নীতি মামলার তদন্তে গতি আনতে তৎপর ইডি। ইডির দাবি, তদন্তে সহযোগিতার করছেন অর্পিতা। জেরায় বেশ কিছু তথ্য জানাচ্ছেন তিনি। কিন্ত পার্থর থেকে কোনও তথ্য জানতে গিয়ে তদন্তে গতি হারাচ্ছেন বলে অভিযোগ তদন্তকারীদের। তবে তাঁদের আরও সম্পত্তির খোঁজ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছিল ইডি৷ ইডি হেফাজত শেষ হওয়ার পর আদালতের নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতে পাঠানো হয়েছে৷

    Arpita & Partha অর্পিতার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্থকে জেরা, মিলতে পারে আরও সম্পত্তির খোঁজ।

    Weather Update Bangapasagar ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, শুক্রবার থেকে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস।

    MORE NEWS – টেট ফেল করে চাকরি অনুব্রত কন্যার! বিস্ফোরক অভিযোগ দায়ের আদালতে।

    অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নাম এবার জড়াল নিয়োগ কেলেঙ্কারিতে (TET)। সুকন্যা মণ্ডল টেট পাশ না করলেও প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। আদালতে অভিযোগ করেছেন মামলাকারী সৌমেন নন্দী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠা মামলায় এই অভিযোগ করা হয়েছে। অভিযোগ, বোলপুরের কালিকাপুরে তিনি চাকরি পেয়েছেন। কিন্ত তিনি নাকি স্কুলে যেতেন না। বাড়িতে পৌঁছে দেত রেজিস্ট্রার। তাই স্কুলে না গেলেও না কি তাঁর হাজিরা নিয়ে কোনও সমস্যা হত না। একেবারে আপ টু ডেট থাকত সুকন্যার অ্যাটেনডেন্স। মাস মাইনে বুঝে নিতেন সুকন্যা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments