More
    HomeখবরBanga BJP পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করা চাই...

    Banga BJP পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করা চাই , কৌশল বঙ্গ বিজেপির।

    Today Kolkata:- Banga BJP লোকসভা নির্বাচনের (Loksova Election) আগে বঙ্গ বিজেপির বড় পরীক্ষা পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য বিজেপি। দলের নেতা-কর্মীদের হাতে আসা নির্দেশিকা অনুযায়ী, প্রতি বুথে বিজেপি যাতে কম করে ৫১ শতাংশ ভোট পায় তা নিশ্চিত করতে হবে বুথ কমিটিকে।

    সূত্রের খবর, বঙ্গে বিজেপির এই টার্গেট নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। কারণ, একুশের বিধানসভা ভোটের পর একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপির প্রাপ্তি মাত্র তিনটি ওয়ার্ড। চন্দননগর ও বিধাননগর পুরভোটে (Bidhannagar Municipal Election) খাতাই খুলতে পারেনি বিজেপি। মুখ ফিরিয়েছে আসানসোল ও শিলিগুড়ি পুরসভা।

    ‘গুজরাতে (Gujrat) হলে , বঙ্গে কেন নয় ?’ বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর কথায় , “গুজরাতে এক সময় বিজেপি ১০ শতাংশ ভোট পেত। এখন ৫১ শতাংশ ভোট পায়। অসম্ভব বলে রাজনীতিতে কিছু হয় না। আজ না হোক কাল, বাংলায় বিজেপি প্রতিটি বুথে একান্ন শতাংশ ভোট পাবে।”

    হেরে যাওয়া ১৬০টি আসনকে বিভিন্নভাবে ভাগে করে প্রচারের কৌশল নিয়েছে গেরুয়া শিবির। মোট ১৬০টি আসনের প্রতিটিতে ৪৫টি করে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সহ তাবড় বিজেপি নেতারা। দলের তিন সাধারণ সম্পাদক সুনীল বনশল, বিনোদ তাওড়ে এবং তরুণ চুগকে এই জনসভা গুলি পরিচালনা এবং প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে। ১৬০টি লোকসভা আসনকে বিভিন্নভাবে ভাগ করে প্রচার চালাবে বিজেপি। দলীয় সূত্রের খবর, প্রতিটি ভাগে থাকবে ৪টি করে আসন। প্রতিটি ভাগে মোদি সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের দিয়ে ৪৫ থেকে ৫৫টি করে সভা করার চিন্তাভাবনা করছে দলীয় নেতৃত্ব।

    Banga BJP পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করা চাই , কৌশল বঙ্গ বিজেপির।

    MORE NEWS – কড়া নিরাপত্তায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক , একাধিক সতর্কতামূলক ব্যবস্থা পর্ষদের।

    মঙ্গলবার থেকে শুরু চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। আর এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ সতর্ক সংসদ। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও বিশেষ সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আরও বাড়তি পদক্ষেপ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments