More
    HomeখবরSukanya Mondal অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা সুকন্যাকে , জেরার জন্য তলব...

    Sukanya Mondal অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা সুকন্যাকে , জেরার জন্য তলব মণীশ কোঠারীকে।

    Today Kolkata:- গরু পাচার মামলায় এবার অনুব্রত-কন্যাকে বুধবার ও চারটার্ড অ্যাকাউনটেন্টকে আগামী মঙ্গলবার তলব করল ইডি। দিল্লির ইডি দফতরে তলব করে অনুব্রত সঙ্গে মুখোমুখি জেরা করা হবে তাঁদের। যা জানার সব জানেন অনুব্রতর (Anubrata Mondal) সিএ মণীশ কোঠারি “- একথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)।

    গরু পাচার মামলায় এবার অনুব্রত-কন্যাকে বুধবার ও চারটার্ড অ্যাকাউনটেন্টকে আগামী মঙ্গলবার তলব করল ইডি (Enforcement Directorate)। দিল্লির ইডি দফতরে তলব করে অনুব্রতর (Anubrata Mondal) সঙ্গে মুখোমুখি জেরা করা হবে তাঁদের।

    ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, সকলের বয়ান রেকর্ড করে ভিডিওগ্রাফি করা হবে। অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর মায়ের নামে ভোলে বোম রাইস মিল রয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাসে ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকা কীভাবে বিনিয়োগ করা হয়েছিল ? কোথা থেকে এল কোটি কোটি টাকা ? ১০-১৮ নভেম্বরের মধ্যে এই সাড়ে ৬ কোটি কোথা থেকে এল? টাকার উৎস কী ? ইডির (Enforcement Directorate) দাবি, অনুব্রত বলছেন কিছু জানেন না। তাই মেয়ে সুকন্যার মুখোমুখি বসানো হবে অনুব্রতকে আগামী বুধবার।

    ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, নথি দেখিয়ে জেরা করা হবে। সুকন্যার নামে তিন কোটি টাকার ফিক্সড ডিপোজিট। একজন সাধারণ শিক্ষিকা হয়ে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা মিলের জন্য কোথা থেকে টাকা এল ? এর আগে মণীশ কোঠারি (Monish Kothari) ও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

    Sukanya Mondal অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা সুকন্যাকে , জেরার জন্য তলব মণীশ কোঠারীকে।

    MORE NEWS – পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করা চাই , কৌশল বঙ্গ বিজেপির।

    লোকসভা নির্বাচনের (Loksova Election) আগে বঙ্গ বিজেপির বড় পরীক্ষা পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি বুথে ৫১ শতাংশ ভোট নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য বিজেপি। দলের নেতা-কর্মীদের হাতে আসা নির্দেশিকা অনুযায়ী, প্রতি বুথে বিজেপি যাতে কম করে ৫১ শতাংশ ভোট পায় তা নিশ্চিত করতে হবে বুথ কমিটিকে। সূত্রের খবর, বঙ্গে বিজেপির এই টার্গেট নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। কারণ, একুশের বিধানসভা ভোটের পর একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপির প্রাপ্তি মাত্র তিনটি ওয়ার্ড। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments