More
    HomeখবরHooghly Zilla নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে চাকরি খোয়ালেন হুগলি জেলা পরিষদের তৃণমূল...

    Hooghly Zilla নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে চাকরি খোয়ালেন হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যা।

    Today Kolkata:- Hooghly Zilla আদালতের নির্দেশে বিদ্যালয়ের চাকরি খোয়ালেন হুগলি জেলা পরিষদের তৃণমূল (Trinamool Congress) সদস্যা টুম্পা মেটে। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। প্রসঙ্গত , নিয়োগ দুর্নীতিতে ইডি গ্রেফতার করেছে হুগলির জেলা পরিষদ সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee)।

    সূত্রের খবর, শিক্ষা-দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে চাকরি বাতিল হওয়া কর্মীদের নামের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে, তাতে নাম রয়েছে টুম্পার। টুম্পার দাবি , তিনি কোনও জালিয়াতি করেননি। পরীক্ষায় পাশ করেছেন। এসএসসি’র নিয়োগের চিঠি এবং তালিকায় নাম প্রকাশের পরেই তিনি পাঁচ বছর আগে চাকরিতে যোগ দেন। তাঁর কথায়, ‘‘এখন খুব খারাপ লাগছে। সম্মানের প্রশ্ন রয়েছে। অথচ কোনও ভুল নেই আমার।’’ পরবর্তী পদক্ষেপের কথা ভাবছেন বলে টুম্পা এবং তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মেটে জানান।

    মৃত্যুঞ্জয় বলেন, ‘‘স্ত্রী পরীক্ষা দিয়েছিলেন ২০১৭ সালে। পরের বছর এপ্রিলে চাকরি পান। লেনদেনের কোনও বিষয় ছিল না। কার গাফিলতিতে চাকরি গেল, জানি না। চাকরি যাওয়ার নির্দেশ সরাসরি পাইনি। খবরে এবং ওয়েবসাইটে দেখেছি।’’ টুম্পা জানান, চাকরির বেতন নেওয়ায় তিনি জেলা পরিষদের সাম্মানিক নেন না। চাকরি এবং জেলা পরিষদ— দু’টিই দায়িত্ব নিয়ে পালন করেছেন। তাঁর কথায়, ‘‘আমি জেলা পরিষদের সাধারণ সদস্য।

    Hooghly Zilla নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে চাকরি খোয়ালেন হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যা।

    Manish Kothari দীর্ঘক্ষণ জেরা, বয়ানে অসঙ্গতি, গরু পাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের হিসারক্ষক মণীশ কোঠারি।

    Arpita Mukherjee “সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে” , বিচারকের সামনে কাতর আর্তি অর্পিতার।

    MORE NEWS – অনুব্রতর মুখোমুখি বসিয়ে জেরা সুকন্যাকে , জেরার জন্য তলব মণীশ কোঠারীকে।

    গরু পাচার মামলায় এবার অনুব্রত-কন্যাকে বুধবার ও চারটার্ড অ্যাকাউনটেন্টকে আগামী মঙ্গলবার তলব করল ইডি। দিল্লির ইডি দফতরে তলব করে অনুব্রত সঙ্গে মুখোমুখি জেরা করা হবে তাঁদের। যা জানার সব জানেন অনুব্রতর (Anubrata Mondal) সিএ মণীশ কোঠারি “- একথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। গরু পাচার মামলায় এবার অনুব্রত-কন্যাকে বুধবার ও চারটার্ড অ্যাকাউনটেন্টকে আগামী মঙ্গলবার তলব করল ইডি (Enforcement Directorate)। দিল্লির ইডি দফতরে তলব করে অনুব্রতর (Anubrata Mondal) সঙ্গে মুখোমুখি জেরা করা হবে তাঁদের। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments